পরিবহন শ্রমিকদের দ্বন্দ্ব

কিশোরগঞ্জে দূর পাল্লার বাস চলাচল বন্ধ

কিশোরগঞ্জ প্রতিনিধি: প্রকাশিত: ফেব্রুয়ারি ৭, ২০২৩, ০৭:২৭ পিএম
কিশোরগঞ্জে দূর পাল্লার বাস চলাচল বন্ধ

কিশোরগঞ্জে পরিবহন শ্রমিকদের ২ গ্রুপের দ্বন্দ্বে দূর পাল্লার বাস চলাচল বন্ধ রয়েছে। জানা যায়, মঙ্গলবার (৭ ফেব্রুয়ারি) দুপুরে পরিবহন শ্রমিক ইউনিয়নের সভাপতি কাইয়ুম ও সাবেক সাধারণ সম্পাদক সিরাজুল এর ২ গ্রুপের মধ্যে দ্বন্দ্বের সৃষ্টি হয়।

এ সময় সাবেক সাধারণ সম্পাদক সিরাজুলের লোকজন বর্তমান সভাপতি কাইয়ুম ও সাধারণ সম্পাদক জহিরুলের নেতৃত্বাধীন একরামপুর শ্রমিক ইউনিয়ন অফিস ভাংচুর ও লুটপাট করে।

এ ঘটনায় ক্ষুব্ধ হয়ে বর্তমান সভাপতি কাইয়ুম ও সাধারণ সম্পাদক জহিরুল এর লোকজন বড়পুল এবং নতুন জেলখানা মোড় এলাকায় রাস্তা অবরোধ করে গাড়ি চলাচল বন্ধ করে দেয়।

তাৎক্ষণিক পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং যান চলাচল স্বাভাবিক করে।

বর্তমানে কিশোরগঞ্জ থেকে ঢাকাসহ দূর পাল্লার কোন বাস ছেড়ে যাচ্ছে না। তবে অন্য জেলার যান চলাচল স্বাভাবিক রয়েছে।

কিশোরগঞ্জ মডেল থানার পুলিশ পরিদর্শক তদন্ত মোখলেছুর রহমান জানান, শ্রমিকদের ২ গ্রুপের দ্বন্দ্বে যান চলাচল বন্ধ ছিলো।

আমরা তাৎক্ষণিক সংবাদ পেয়ে ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। লিখিত অভিযোগ পাওয়া সাপেক্ষে পরবর্তী আইনানুগ ব্যাবস্থা নেয়া হবে।

আরএস