দেশের বিভিন্ন স্থানে বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস পালিত

মো. মাসুম বিল্লাহ প্রকাশিত: মে ৩, ২০২৩, ০৭:৫৩ পিএম
দেশের বিভিন্ন স্থানে বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস পালিত

দেশের বিভিন্ন স্থানে বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে র্যালি, আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। প্রতিনিধিদের পাঠানো খবর-

ঝালকাঠি: দিবসটি উপলক্ষে ঝালকাঠি প্রেস ক্লাব মিলনায়তনে বুধবার (৩ মে) আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক ফারাহ্ গুল নিঝুম। বিশেষ অতিথি ছিলেন পুলিশ সুপার আফরুজুল হক টুটুল ও জেলা পরিষদ চেয়ারম্যান অ্যাড. খান সাইফুল্লাহ পনির।

স্থানীয় দৈনিক গাউছিয়া পরিবার এ অনুষ্ঠানের আয়োজন করে। পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক বীর মুক্তিযোদ্ধা চিত্তরঞ্জন দত্তের সভাপতিত্বে ও দৈনিক গাউছিয়ার প্রকাশক, ডিবিসি নিউজের জেলা প্রতিনিধি অলোক সাহার সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য দেন পৌরসভার প্যানেল মেয়র তরুন কর্মকার, প্রেস ক্লাবের সভাপতি কাজী খলিলুর রহমান, বীর মুক্তিযোদ্ধা সাংবদিক দুলাল সাহা, সাংবাদিক আল-আমিন তালুকদার।

এ সময় সাংবাদিকরা বলেন, ডিজিটাল নিরাপত্তা আইনের নামে যেন সাংবাদিকরা কোন প্রকার হয়রানির শিকার না হয় এবং শুধু সংবাদ প্রকাশে না, সংবাদের প্রকাশের পরের পরিস্থিতেও স্বাধীনতা চাই।

সভায় অতিথি বক্তারা গণমাধ্যমের স্বাধীনতায় সরকারের সর্বাত্তক সহযোগিতা রয়েছে দাবি করে বলেন, আগামী দিনেও সাংবাদিকরা যাতে মুক্ত ও স্বাধীনভাবে কাজ করতে পারে এ জন্য সর্বাত্বক সহযোগিতা থাকবে।

ফেনী : দিবসটি উপলক্ষে বুধবার (৩ মে) শহরের ডা. সাজ্জাদ মিলনায়তন থেকে একটি র্যালি বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে মিলনায়তনে আলোচনা সভায় মিলিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান শুসেন চন্দ্র শীল।

ইয়ুথ জার্নালিস্টস্ ফোরাম বাংলাদেশ ফেনী জেলা শাখার সভাপতি শাহজালাল ভূঞার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সোলায়মান হাজারী ডালিমের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন দৈনিক প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক আবু তাহের, দৈনিক সমকালের নিজস্ব প্রতিবেদক শাহজালাল রতন ও দৈনিক ফেনীর সময় সম্পাদক মোহাম্মদ শাহাদাত হোসেন। অনুষ্ঠানে মূল প্রবন্ধ পাঠ করেন সংগঠনের সাংগঠনিক সম্পাদক সুরঞ্জিত নাগ।

এ সময় মুহাম্মদ আবু তাহের ভূঞা, আসাদুজ্জামান দারা, শওকত মাহমুদ, জমির উদ্দিন বেগ, এনামুল হক পাটোয়ারি ও আরিফুল আমিন রিজভী, আরিফুর রহমান, আলী হায়দার মানিক ও জসিম মাহমুদ প্রমুখসহ জেলায় কর্মরত বিভিন্ন গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

ভাণ্ডরিয়া (পিরোজপুর) : দিবসটি উপলক্ষে ভাণ্ডারিয়া প্রেস ক্লাবের উদ্যোগে উপজেলা পরিষদ চত্বর হতে শোভাযাত্রা বের হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। এতে স্থানীয় সকল গণমাধ্যমকর্মীরা অংশ নেন। শেষে প্রেস ক্লাব মিলনায়তনে সাংবাদিক রিয়াজ মাহমুদ মিঠুর সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য দেন, প্রেস ক্লাব সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম মিলন, সাংবাদিক দেবদাস মজুমদার, মো. ছগির হোসেন, শামসুল ইসলাম আমিরুল, মো. তরিকুল ইসলাম ও টি.এম মনোয়ার হোসেন পলাশ প্রমুখ।

কালিয়াকৈর (গাজীপুর) : দিবসটি উপলক্ষে বুধবার (৩ মে) কালিয়াকৈর উপজেলা প্রেস ক্লাবের কার্যালয়ে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন কালিয়াকৈর উপজেলা প্রেস ক্লাবের সভাপতি আরিফ হোসেন খোকন, অনুষ্ঠান সঞ্চালনা করেন উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আব্দুল আলীম অভি।

প্রধান অতিথি ছিলেন কালিয়াকৈর উপজেলা নির্বাহী কর্মকর্তা তাজওয়ার আকরাম সাকাপি ইবনে সাজ্জাদ। বিশেষ অতিথি ছিলেন, আগামী আওয়ামী লীগ নেতা নুর আলম সিদ্দিকী,  উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সারোয়ার আলম, উপজেলা প্রেস ক্লাবের সহ-সভাপতি ইউনুস আলী, আজিজুর রহমান আজিজ, উপজেলা প্রেস ক্লাবের সহ সাধারণ সম্পাদক আব্দুল মান্নানসহ উপজেলা প্রেস ক্লাবের সদস্যরা।

এইচআর