গাংনীতে মাদকবহনকারী ও পুলিশের মোটরসাইকেলের সংঘর্ষ: ২ পুলিশ সদস্য আহত

সাইদ হাসান, গাংনী (মেহেরপুর) প্রকাশিত: মে ৩১, ২০২৩, ০৮:২৯ পিএম
গাংনীতে মাদকবহনকারী ও পুলিশের মোটরসাইকেলের সংঘর্ষ: ২ পুলিশ সদস্য আহত

মেহেরপুরের গাংনীতে মাদক পাচারকারীদের ধরতে গিয়ে মোটর সাইকেলের সংঘর্ষে দুই পুলিশ সদস্য গুরুতর আহত হয়েছে। আহতদের উদ্ধার করে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করা হয়েছে। ঘটনাস্থল থেকে উদ্ধার করা হয়েছে মাদক বহনকরা মোটরসাইকলে সহ ১৪৬ বোতল ফেন্সিডিল।

ঘটনাটি ঘটেছে বুধবার (৩১ মে) বেলা ৩টার দিকে গাংনী উপজেলার চরগোয়াল গ্রাম মহাম্মদপুর সড়কে।
গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আব্দুর রাজ্জাক জানিয়েছেন, গোপন সংবাদের ভিত্তিতে ভবানীপুর পুলিশ ক্যাম্পের একটি দল গাংনী উপজেলার মহাম্মদপুর এলাকার সড়কে মাদকবহনকারীদের থামনোর চেষ্টা করে।এসময় মাদক বহনকারীরা তাদের মোটরসাইকেল নিয়ে পালিয়ে যায়। তাদের ধরতে পুলিশও মোটরসাইকেল নিয়ে ধাওয়া করে। 

ভাঙ্গাচোরা রাস্তা হওয়ায় মাদককারবারীদের মোটরসাইকেলে সাথে পুলিশের মোটর সাইকেলের সংঘর্ষ হলে দুটি মোটরসাইকেল সড়কে পড়ে যায়। এসময় সুযোগ বুঝে মোটর সাইকেল ও ফেন্সিডিলের বস্তা ফেলে মাদককারবারীরা পালিয়ে যায়। গুরুতর আহত হয় তানভীর ও তোহিদ নামের দুই পুলিশ সদস্য। স্থানীয়রা দ্রুত তাদের উদ্ধার করে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরন করেছে। এর মধ্যে কনস্টেবল তানভীর হোসেনের অবস্থা আশংকাজনক। 

মাদক ব্যবসায়ীদের ধরতে কাজ করছে পুলিশের একাধিক দল।

আরএস