পল্লী বিদ্যুতের তারে জড়িয়ে কৃষকের মৃত্যু

কেন্দুয়া (নেত্রকোনা) প্রতিনিধি প্রকাশিত: আগস্ট ৭, ২০২৩, ০৪:২৬ পিএম
পল্লী বিদ্যুতের তারে জড়িয়ে কৃষকের মৃত্যু

বাড়ির অদুরে আজিজ মিয়ার জমির (বীজ তলা) থেকে আমন ধানের চারা তুলতে গিয়ে পাশেই পল্লী বিদ্যুতের লাইনের খুঁটির টানা তারে জড়িয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে রতন মিয়া (৪৫) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে।

ঘটনাটি সোমবার বিকালের দিকে নেত্রকোনা জেলার কেন্দুয়া উপজেলার দলপা ইউনিয়নের ভাদেড়া গ্রামে ঘটেছে।

এ বিষয়ে একই গ্রামের মুখলেছ মিয়া জানান, কৃষক রতন মিয়া একই গ্রামের আব্দুল আজিজ মিয়ার জমির (বীজ তলা) থেকে আমন ধানের চারা উঠাতে গিয়ে পাশেই পল্লী বিদ্যুতের লাইনের খুঁটির টানা তারে হাত দেওয়ায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা গিয়েছে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে, দলপা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. শাহীন মিয়া বলেন, রতন মিয়া একজন গরীব মানুষ। সে বাড়ির অদুরে অন্য একজনের জমির (বীজ তলা) থেকে ধানের চারা উঠাতে গিয়ে পাশেই পল্লী বিদ্যুতের খুঁটির টানা তারে হাত দিলে সে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা যায়।

কেন্দুয়া পল্লী বিদ্যুৎ সমিতির ডেপুটি জেনারেল ম্যানেজার (ডিজিএম) মুজিবুর রহমান বলেন, খবর পেলে ঘটনাস্থলে বিদ্যুতের খুঁটি পরিদর্শন করে দেখা যায়, আমাদের বিদ্যুতলাইনের কোন সমস্যা পাওয়া যায়নি। আমরা ধারণা করছি কয়েকদিনের বৃষ্টিতে জমিতে পানি জমে থাকায় বিদ্যুতের লাইনের সাথে খুটির লাইনে বিদ্যুৎ সমস্যায় এ দূর্ঘটনা হয়েছে।

এইচআর