কালীগঞ্জে মাদক সেবনের দায়ে দুই যুবকের কারাদণ্ড

কালীগঞ্জ (লালমনিরহাট) প্রতিনিধি প্রকাশিত: আগস্ট ৯, ২০২৩, ০৭:৪৬ পিএম
কালীগঞ্জে মাদক সেবনের দায়ে দুই যুবকের কারাদণ্ড

লালমনিরহাটের কালীগঞ্জে মাদক সেবনের দায়ে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তিন মাস করে কারাদণ্ড দিয়ে দুই যুবককে কারাগারে পাঠানো নির্দেশ দিয়েছেন ভ্রাম্যমান আদালত।

বুধবার ( ৯ আগস্ট) বিকেলে উপজেলার কাকিনা ইউনিয়নের রুদ্রেশ্বর মিলন বাজার তেল পাম্প এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এ আদেশ দেন উপজেলা নির্বাহী অফিসার ও  নির্বাহী ম্যাজিস্ট্রেট জহির ইমাম।

দণ্ডপ্রাপ্তরা হলেন, জেলার আদিতমারী উপজেলার পলাশী ইউনিয়নের কিসামত ক্ষুদ্র চন্দ্রপুর এলাকার রফিকুল ইসলামের ছেলে রাশেদুল ইসলাম (২৭) ও কালীগঞ্জ উপজেলার চন্দ্রপুর ইউনিয়নের উত্তর বত্রিশ হাজারী গ্রামের আবু তাহেরের ছেলে জাহিদ হাসান অর্নব (২৬)।

জানাগেছে, দণ্ডপ্রাপ্ত ওই যুবককে গাঁজা সেবনরত অবস্থায় আলামত সহ তাদের আটক করে। পরে উপজেলা নির্বাহী অফিসার ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট জহির ইমাম তাদের ৩ মাসের কারাদণ্ড প্রদান করে জেল হাজতে প্রেরণ করেন।

এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট জহির ইমাম বলেন, কালীগঞ্জকে মাদকমুক্ত উপজেলা হিসাবে গড়ে তুলতে আমার এ অভিযান অব্যাহত থাকবে।

আরএস