বরিশালে দুর্গাপূজায় অধিক ঝুঁকিপূর্ণ ৩৬ পূজা মন্ডপ

বরিশাল ব্যুরো প্রকাশিত: অক্টোবর ৫, ২০২৩, ০৫:৩৬ পিএম
বরিশালে দুর্গাপূজায় অধিক ঝুঁকিপূর্ণ ৩৬ পূজা মন্ডপ

আসন্ন শারদীয় দুর্গাপূজা উদযাপন উপলক্ষে আইনশৃঙ্খলা সংক্রান্তে সমন্বয় সভা করেছে বরিশাল মেট্রোপলিটন পুলিশ। মহানগর ও সদর উপজেলার পূজা মন্ডপ কমিটির নেতাদের নিয়ে এই সভা অনুষ্ঠিত হয়।

বৃহস্পতিবার দুপুরে বরিশাল মেট্রোপলিটন পুলিশ কমিশনার কার্যালয়ের সভা কক্ষে এই সভা অনুষ্ঠিত হয়। পুলিশ কমিশনার সাইফুল ইসলামের সভাপতিত্বে সভায় পূজা উদযাপন নিয়ে বিষদ আলোচনা হয়।

বরিশাল মেট্রোপলিটন এলাকায় এবার চারটি পূজা মন্ডপ বেরে ৮৭টি হয়েছে। অধিক ঝুঁকিপূর্ণ পূজা মন্ডপ ৩৬টি ও ঝুঁকিপূর্ণ ৩৭টি।

সভায় পুলিশ কমিশনার জানান, চারটি পূজা মন্ডপে বিরোধ রয়েছে, সন্ধ্যা ৬টার মধ্যে বিসর্জন দিতে হবে, আতশবাজি নিষিদ্ধ, আনসার থাকবে মন্দির ভেদে ৪, ৬ ও ৮ জন, সিসি ক্যামেরা আছে ৪৯টি পূজা মন্ডপে এবং যে পূজা মন্ডপগুলোর সিসি ক্যামেরা স্থাপনের সামর্থ্য নেই তাদের সহায়তা করবে পুলিশ।

এবারের পূজায় সর্বজনীন ৭৮ ও ব্যক্তিগত ৯টি মন্ডপে স্বেচ্ছাসেবক থাকবে ৮৪১ জন। এছাড়া পূজা মন্ডপ কেন্দ্রীক সম্প্রীতি কমিটি গঠনের নির্দেশ দেয়া হয়। সামনে নির্বাচন থাকায় সবাইকে সতর্ক হয়ে পূজা উদযাপনের জন্য আহবান জানান বক্তারা।

এআরএস