পোকা মারার ওষুধ খেয়ে শিশুর মৃত্যু

ফুলবাড়ী (কুড়িগ্রাম) প্রতিনিধি প্রকাশিত: নভেম্বর ১৪, ২০২৩, ০৯:১৬ পিএম
পোকা মারার ওষুধ খেয়ে শিশুর মৃত্যু

কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলায় তেলা পোকা মারার ওষধ খেয়ে নিশান (৩)নামের এক শিশুর মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১৪ নভেম্বর) বিকাল সাড়ে ৪টার সময়  উপজেলার কাশিপুর ইউনিয়নের অনন্তপুর গ্রামে এ ঘটনা ঘটে । নিহত ওই শিশু তাজুল ইসলামের ছেলে।

নিহতের নানী সাহিদা বেগম জানান তেলা পোকা মারার জন্য বাজার থেকে ওষধ নিয়ে আসে। শিশুটি খেলার ফাকে সবার অজান্তে ওই ওষধ পান করে। কিছুক্ষণ সময় পার হলে জ্ঞান হারিয়ে ফেলে। পরে হাসপাতালে নিয়ে আসা হয়।

ফুলবাড়ী হাসপাতালের কর্মরত চিকিৎসক ডা. হোমায়ারা খাতুন জানান, শিশুটিকে নিয়ে আসার পথে মারা গেছে। তার মুখে গন্ধ ছিল।

ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) প্রাণ কৃষ্ণ দেবনাথ জানান, এ ঘটনায় ফুলবাড়ী থানায় একটি ইউডি মামলা দায়ের করা হয়েছে।

এআরএস