ফেনীতে শহীদ সন্তানের স্মৃতিচারণে কান্নায় ভেঙে পড়লেন মায়েরা

মুহাম্মদ মিজানুর রহমান, ফেনী প্রকাশিত: আগস্ট ২, ২০২৫, ০৬:২৮ পিএম
ফেনীতে শহীদ সন্তানের স্মৃতিচারণে কান্নায় ভেঙে পড়লেন মায়েরা

ফেনীর গণঅভ্যুত্থানে শহীদ হওয়া সন্তানদের স্মৃতিচারণ করতে গিয়ে কান্নায় ভেঙে পড়েন তাদের মায়েরা। হৃদয়বিদারক এই মুহূর্তে সভাস্থলে এক আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়। উপস্থিত শহীদ পরিবারের সদস্য, সুধীজন ও অতিথিদের অনেককেই চোখ মুছতে দেখা যায়।

শনিবার দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে ‘জুলাই পুনর্জাগরণ’ অনুষ্ঠানমালার অংশ হিসেবে ‘জুলাইয়ের মায়েরা’ শীর্ষক অভিভাবক সমাবেশের আয়োজন করে জেলা প্রশাসন।

জেলা প্রশাসক সাইফুল ইসলাম অনুষ্ঠানে সভাপতিত্ব করেন।

শহীদ ইশতিয়াক আহমেদ শ্রাবণের মা ফাতেমা আক্তার, সরোয়ার জাহান মাসুদের মা বিবি কুলসুম, ওয়াকিল আহমেদ শিহাবের মা মাহফুজা আক্তার, ছাইদুল ইসলামের মা রাহেনা বেগম ও জাকির হোসেন সাকিবের মা কোহিনুর আক্তার তাদের সন্তানদের স্মৃতিচারণ করেন। কান্নাজড়িত কণ্ঠে তারা সন্তানের শেষ মুহূর্ত, জীবনের গল্প ও আন্দোলনের সময়কার অভিজ্ঞতা তুলে ধরেন।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন সিভিল সার্জন ডা. মোহাম্মদ রুবাইয়াত বিন করীম, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি ও ক্রাইম অ্যান্ড অপস্- এর অতিরিক্ত দায়িত্বপ্রাপ্ত) সাইফুল ইসলাম এবং মহিলা বিষয়ক অধিদপ্তরের উপপরিচালক নাসরীন আক্তার।

স্বাগত বক্তব্য প্রদান করেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) ফাতিমা সুলতানা।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন জেলা প্রশাসক কার্যালয়ের সহকারী কমিশনার ফাহমিদা আক্তার।

রাজনৈতিক নেতাদের মধ্যে বক্তব্য রাখেন- জেলা বিএনপির সদস্য সচিব আলাল উদ্দিন আলাল, জেলা জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি অ্যাডভোকেট জামাল উদ্দিন, খেলাফত আন্দোলনের জেলা সেক্রেটারি আবদুল আজিজ এবং গণঅধিকার পরিষদের রেজাউল করিম।

অনুষ্ঠানের শেষাংশে জুলাই আন্দোলনে শহীদ ও আহতদের স্মরণে বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করেন মাওলানা মাছুম বিল্লাহ।

ইএইচ