বালিয়াকান্দিতে ট্রেনেকেটে ছেলের পর মায়ের মৃত্যু

বালিয়াকান্দি (রাজবাড়ী) প্রতিনিধি প্রকাশিত: ডিসেম্বর ২, ২০২৩, ০৬:৪৮ পিএম
বালিয়াকান্দিতে ট্রেনেকেটে ছেলের পর মায়ের মৃত্যু

রাজবাড়ী জেলার বালিয়াকান্দিতে ট্রেনে কাটা পরে ছেলের মৃত্যুর পর মনসা রানী বিশ্বাস (৫৫) নামের এক বৃদ্ধার মৃত্যু হয়েছে।

শনিবার বেলা ১ টার দিকে উপজেলার বহরপুর ইউনিয়নের ভর রামদিয়া এলাকায় এই দূর্ঘটনা ঘটনা ঘটে।

কালুখালী থেকে ছেড়ে আসা ভাটিয়াপাড়া গামী ট্রেনে কাটা পরেন তিনি। ২০২১ সালের ১২ ডিসেম্বর সোয়া ৯টার দিকে নিহতের ছেলে ফরিদপুর পলিটেকনিক ইনস্টিটিউটের ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং পড়ুয়া ছাত্র সাগর বিশ্বাস (১৯) একইভাবে ট্রেনে কাটা পরে নিহত হন। সে কানে হেডফোন লাগিয়ে রেললাইনের ওপর বসে গান শুনছিলেন।

স্থানীয়রা জানান, নিহত মনসা রানী মানসিক রুগী। ছেলের মৃত্যুর পর থেকে তিনি মানসিকভাবে অসুস্থ ছিলেন। নিহতের স্বামী যতীন্দ্রনাথ বিশ্বাস বলেন, আমার স্ত্রী ৭-৮ বছর ধরে মানুষিক সমস্যায় ভুগছে। তারপরে আবার ২ বছর আগে আমার ছেলেও ট্রেনে কাটা পরে মারা যায়। এরপর থেকে সে আরও মানুষিকভাবে বিপর্যস্ত হয়ে পড়েন।

রাজবাড়ী রেলওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) সোমনাথ বসু বলেন, বালিয়াকান্দিতে ট্রেনে কাটা পড়ে মনসা বিশ্বাস নামে এক নারীর মৃত্যু হয়েছে। তার সন্তান সাগর বিশ্বাস ২০২১ সালে ১২ ডিসেম্বর ট্রেনে কাটা পড়ে মারা যায়। মনশার লাশ উদ্ধারে সেখানে একজন উপ-পরিদর্শক পাঠানো হয়েছে।

এইচআর