তীব্র শীতে বাড়ছে ঠান্ডাজনিত রোগ

হাতিয়া প্রতিনিধি প্রকাশিত: ডিসেম্বর ১৭, ২০২৩, ১২:১২ পিএম
তীব্র শীতে বাড়ছে ঠান্ডাজনিত রোগ

বেশ কয়দিন ধরে নোয়াখালী দ্বীপ উপজেলা হাতিয়ায় শীতের প্রকোপ বেড়ে যাওয়ায় দুর্ভোগ বেড়েছে ছিন্নমূল মানুষের। তীব্র শীত এর কারণে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। মৃদু বাতাসসহ হাড় কাপাঁনো শীতে কাবু হয়ে পড়েছে দ্বীপ উপজেলা হাতিয়ার মানুষ।শিশু ও বৃদ্ধরা ঠান্ডাজনিত বিভিন্ন রোগে আক্রান্ত হচ্ছে। এতে ডায়রিয়াসহ সর্দি, কাশি ও নিউমোনিয়া রোগের প্রাদুর্ভাব দেখা দিয়েছে।

রোববার (১৭ ডিসেম্বর) সকালে উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সে গিয়ে দেখা যায়, ডায়রিয়া ও নিউমোনিয়াসহ বেড়েছে ঠান্ডা জনিত রোগীর সংখ্যাও।

এসময় কথা হয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আর এম ও কর্তব্যরত ডাঃ শেখ মাহমুদুর রহমানের সাথে, তিনি আমার সংবাদকে জানান শীতের কারণে পূর্বের তুলনায় বাড়ছে ডায়রিয়াসহ ঠান্ডা জনিত রোগীর সংখ্যা।

তবে কর্মরত আরেক চিকিৎসক ডাঃ খাদিজা রহমান বলেন, বেশ কয়েকদিন হাসপাতালে ঠান্ডা জনিত রোগীর সংখ্যা বেশি ছিলো এখন পূর্বের তুলনায় কমেছে।

বুড়িরচর ইউনিয়নের চেয়ারম্যান চেয়ারম্যান ফখরুল ইসলাম বলেন, হঠাৎ শীতের তীব্রতা বেড়ে যাওয়ায় শিশু বৃদ্ধরা কষ্ট করছে। সরকারিভাবে বরাদ্দ আসলে ছিন্নমূল মানুষকে অবশ্যই সহযোগিতা করবো।

এইচআর