ফেনীতে ট্রেনের ধাক্কায় নারীর মৃত্যু

ফেনী প্রতিনিধি প্রকাশিত: ফেব্রুয়ারি ২, ২০২৪, ০৩:০১ পিএম
ফেনীতে ট্রেনের ধাক্কায় নারীর মৃত্যু
ছবি: আমার সংবাদ

ফেনীতে ট্রেনের ধাক্কায় স্বপ্না রাণী ভৌমিক নামে এক নারীর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার রাতে শহরতলীর সহদেবপুর রেলক্রসিং এলাকায় এ ঘটনাটি ঘটে।

নিহত স্বপ্না রাণী স্থানীয় পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের মাস্টার পাড়াস্থ এএস টাওয়ারে স্বামী ডা. পরিমল ভৌমিকসহ ৩ সন্তানকে নিয়ে ভাড়া বাসায় থাকতেন।

নিহতের পরিবারের সদস্যরা জানান, মাস্টার পাড়ায় পরিবার নিয়ে একটি ভাড়া বাসায় থাকতেন স্বপ্না রাণী। বাসার গৃহপরিচারিকাকে ডেকে আনতে সহদেবপুর এলাকায় গিয়েছিলেন তিনি। পরে স্থানীয় ব্যক্তিদের কাছে দুর্ঘটনার খবর পেয়ে হাসপাতালে ছুটে যান তারা। এর আগেই সেখানে কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

ফেনী জেনারেল হাসপাতালের আরএমওর বরাত দিয়ে জরুরি বিভাগের চিকিৎসক রফিকুল ইসলাম বলেন, কয়েকজন অজ্ঞাত ব্যক্তি রেলের ধাক্কায় আহত এক নারীকে হাসপাতালে নিয়ে আসেন। এর আগেই ওই নারীর মৃত্যু হয়। নিহতের শরীরে কয়েক জায়গায় আঘাতের চিহ্ন পাওয়া গেছে।

ফেনী রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. জাহাঙ্গীর বলেন, রেল আসার পূর্বেই ক্রসিংয়ের বেড়িয়ার ফেলানোর পরও ওই নারী দ্রুত রেললাইন পার হওয়ার সময় ট্রেনের ধাক্কা খেয়ে সেখানেই পড়ে যায়। পরে হাসপাতালে নেওয়ার পথে মৃত্যু হয় তার।

ইএইচ