দীর্ঘ ৩ মাস ২ দিন পর কাপ্তাই হ্রদে মাছ ধরার নিষেধাজ্ঞা প্রত্যাহার করেছে জেলা প্রশাসন।
শনিবার মধ্যরাত ১২টা ১ মিনিট থেকে রাঙামাটির কাপ্তাই হ্রদে আবারও মৎস্য আহরণ শুরু হয়েছে।
প্রতি বছরের মতো এবারও কাপ্তাই হ্রদে কার্প জাতীয় মাছের বংশবিস্তার, প্রাকৃতিক প্রজনন নিশ্চিতকরণ এবং অবমুক্ত করা পোনার স্বাভাবিক বৃদ্ধির লক্ষ্যে গত ১ মে থেকে ৩১ জুলাই পর্যন্ত তিন মাসের জন্য মৎস্য আহরণ, বাজারজাতকরণ ও পরিবহন নিষিদ্ধ ছিল।
তবে বাংলাদেশ মৎস্য উন্নয়ন করপোরেশনের (বিএফডিসি) প্রস্তুতির জন্য এ নিষেধাজ্ঞা আরও দুই দিন বাড়িয়ে ২ আগস্ট পর্যন্ত হ্রদে সব ধরনের মৎস্য আহরণ বন্ধ রাখা হয়।
মৎস্য আহরণের নিষেধাজ্ঞা শেষ হওয়ায় হ্রদঘাট এলাকায় কর্মচাঞ্চল্য ফিরে এসেছে। ব্যবসায়ীরা ড্রাম, বরফ ভাঙার মেশিনসহ মাছ পরিবহনের প্রস্তুতিমূলক কাজ করছেন। দীর্ঘ সময় কর্মহীন থাকার পর মাছ শিকারে ফিরে যেতে পেরে শ্রমিকরাও খুশি।
গত ২৪ জুলাই রাঙামাটি জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত এক বৈঠকে কাপ্তাই হ্রদে মাছ ধরার নিষেধাজ্ঞা প্রত্যাহারের ঘোষণা দেন জেলা প্রশাসক মোহাম্মদ হাবিব উল্লাহ।
ইএইচ