বরিশালে মহান স্বাধীনতা দিবস পালিত

বরিশাল ব্যুরো প্রকাশিত: মার্চ ২৭, ২০২৪, ১১:৩৩ এএম
বরিশালে মহান স্বাধীনতা দিবস পালিত
ছবি: আমার সংবাদ

সূর্যোদয়ের সাথে সাথে বরিশাল পুলিশ লাইনস মাঠে একত্রিশ বার তোপধ্বনির মধ্যদিয়ে মহান স্বাধীনতা ও জাতীয় দিবসের শুভ সূচনা করা হয়।

পরে সকল সরকারি, আধাসরকারি, স্বায়ত্তশাসিত, বেসরকারি ভবনে জাতীয় পতাকা উত্তোলন করা হয়। ভোর ছয়টায় জেলা প্রশাসক কার্যালয় সংলগ্ন মুক্তিযুদ্ধের স্মৃতি স্তম্ভে পুষ্পমাল্য অর্পণ করেন বিভাগীয় কমিশনার, জেলা প্রশাসকসহ কর্মকর্তারা।

সকাল সাড়ে ছয়টায় ত্রিশ গোডাউনস্থ কীর্তনখোলা তীরের বধ্যভূমিতে স্থাপিত স্মৃতিসৌধে ফুলদিয়ে শ্রদ্ধা নিবেদন করে মুক্তিযোদ্ধা সংসদ, সিটি করপোরেশনের মেয়র আবুল খায়ের আব্দুল্লাহ খোকন সেরনিয়াবাত, প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ, মহানগর ও জেলা আওয়ামী লীগসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক, বরিশাল সাংবাদিক ফোরাম বিএসএফ’র নেতৃবৃন্দরা।

এছাড়া বরিশাল বিশ্ববিদ্যালয়ে ব্যাপক কর্মসূচি পালন করা হয়েছে। ববি’র উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ বদরুজ্জামান ভুঁইয়া এবং বাংলাদেশ বিশ^বিদ্যালয় মঞ্জুরি কমিশনের সদস্য প্রফেসর ড. মো. সাজ্জাদ হোসেন কর্মসূচির উদ্বোধন করেন।

এআরএস