নারীদের সবজি চাষে উদ্বুদ্ধ করতে বিনামূল্যে উপকরণ বিতরণ

দিনাজপুর প্রতিনিধি প্রকাশিত: মার্চ ৩১, ২০২৪, ০৩:৪৫ পিএম
নারীদের সবজি চাষে উদ্বুদ্ধ করতে বিনামূল্যে উপকরণ বিতরণ

দিনাজপুরের বিরলে নারীদের কৃষি ক্ষেত্রে সম্পৃক্ততা বৃদ্ধি ও সবজি চাষে উদ্বুদ্ধ করতে বিনামূল্যে বিভিন্ন উপকরণ বিতরণ করা হয়েছে।

উপজেলার ১০টি ইউনিয়নের প্রায় ৩০০ জন নারীকে পর্যায়ক্রমে এ সকল উপকরণ বিতরণ করা হবে।

রোববার দুপুরে উপজেলা পরিষদ চত্বরে উপকরণ বিতরণ অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান এ কে এম মোস্তাফিজুর রহমান বাবু, উপজেলা নির্বাহী অফিসার বহ্নি শিখা আশা, উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মোস্তফা হাসান ইমাম, কৃষি সম্প্রসারণ অফিসার বরকতউল্যাহ প্রমুখ।

বিশ্ব ব্যাংকের অর্থায়নে ইনভেস্টিং ইন রুর‌্যাল পিপলস (আইএফএডি) এর আওতায় কৃষি মন্ত্রণালয়ের স্মল হোল্ডার অ্যাগ্রিকালচার কম্পিটিটিভনেস প্রজেক্ট (এসএসিপি) ও ডিভার্সিফাইড রেসিলেন্ট অ্যাগ্রিকালচার ফর ইমপ্রুভড এন্ড নিউট্রিশন সিকিউরুটি (আরএআইএনএস) এর আয়োজনে ফুড এন্ড অ্যাগ্রিকালচার অর্গানাইজেশন অফ দ্যা ইউনাইটেড ন্যাশন (এফএও), গ্লোবাল এ্যালিয়েন্সরফর ইমপ্রুভড নিউট্রিশন (জিএআইএস), বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশন (বিএডিসি), কৃষি বিপণন অধিদপ্তর (ডিএএম), বাংলাদেশ কৃষি গবেষণা ইন্সটিটিউট, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর এর সহযোগিতায় উচ্চ মূল্য ও পুষ্টিসমৃদ্ধ বসতবাড়ির সবজি বাগান গড়ে তুলতে বীজ, সার, পানির পাত্রসহ বিভিন্ন উপকরণ বিতরণ করা হয়।

ইএইচ