টাঙ্গাইলে মেলার নামে চলছে অশ্লীল নৃত্য

ধনবাড়ী (টাঙ্গাইল) প্রতিনিধি প্রকাশিত: এপ্রিল ১৬, ২০২৪, ০৩:১০ পিএম
টাঙ্গাইলে মেলার নামে চলছে অশ্লীল নৃত্য

টাঙ্গাইলের ধনবাড়ী নওয়াব ইনস্টিটিউশন মাঠে (মেলার মাঠ) শুরু হয়েছে জাঁকজমকপূর্ণভাবে ঐতিহ্যবাহী গ্রামীণ মেলা। মেলার নামে প্রকাশ্যে টানা কয়েকদিন ধরে চলছে মেলার মাঠে ও বাসস্ট্যান্ডের আনন্দ ভুবন বিনোদন কেন্দ্রে ‘অশ্লীল নৃত্য’ আর বিকট শব্দের গান।

এসব অশ্লীল নৃত্য দেখে বিপথগামী হচ্ছে শিক্ষার্থী, যুবক ও উঠতি বয়সের ছেলেরা। অশালীন কর্মকাণ্ড দ্রুত বন্ধের দাবি জানিয়েছে সচেতন মহল।

স্থানীয় প্রশাসন ও নেতাকর্মীদের ম্যানেজ করেই এ কর্মকাণ্ড হচ্ছে স্থানীয়দের এই অভিযোগ।

মেলায় জাদু খেলার নামে প্যান্ডেলের ভেতরে চলে অশ্লীল এই নৃত্য। নৃত্যের জন্য আনা হয়েছে দেশের বিভিন্ন স্থান থেকে উঠতি বয়সী পতিতা। বিকাল থেকে শুরু হয় নৃত্য চলে পুরো রাতজুড়ে। ১‘শ টাকার টিকিটে লাইন ধরে ঢোকানো হয় দর্শনার্থীদের। দর্শনার্থীর তালিকার বড় একটি জায়গায় রয়েছে স্কুল-কলেজ পড়ুয়া শিক্ষার্থী ও বিভিন্ন বয়সী যুবকেরা।

মেলায় দোকান নিয়ে আসা রহিম মিয়া ও আব্বাস উদ্দিন বলেন, ধনবাড়ীর মেলার ঐতিহ্য হারিয়ে গেছে। দেশের বিভিন্ন এলাকা থেকে আগে দোকানিরা আসতো সামগ্রী নিয়ে। এখন আসে না। মেলায় দোকান বসালেই ২ থেকে ৫ হাজার টাকা পর্যন্ত চাঁদা নেয় কমিটির লোকেরা। মেলার নামে চলছে এখন অশ্লীল নৃত্য।

ধনবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাবিবুর রহমান বলেন, এ ব্যাপারে দ্রুত ব্যবস্থা নেওয়া হচ্ছে। এ মেলাটি ধনবাড়ীর ঐতিহ্য।’

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোস্তাফিজুর রহমান বলেন, বিষয়টি আমার জানা ছিল না। এগুলো বন্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।

ইএইচ