বাণিজ্য সচিব

শ্রমিকদের অধিকার নিশ্চিত করতে ফের চাপ বাড়ছে যুক্তরাষ্ট্রের

নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: এপ্রিল ২১, ২০২৪, ০৯:০৬ পিএম
শ্রমিকদের অধিকার নিশ্চিত করতে ফের চাপ বাড়ছে যুক্তরাষ্ট্রের

বাংলাদেশের শ্রমিকদের অধিকার নিশ্চিত করার ক্ষেত্রে যুক্তরাষ্ট্রের চাপ আবারও বাড়ছে বলে জানিয়েছেন বাণিজ্য সচিব তপন কান্তি ঘোষ। 

রোববার (২১ এপ্রিল) সচিবালয়ে যুক্তরাষ্ট্র সরকারের আন্তর্জাতিক বাণিজ্য বিষয়ক দপ্তর ইউনাইটেড স্টেটস ট্রেড রিপ্রেজেন্টেটিভের (ইউএসটিআর) প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক শেষে এ কথা জানান তিনি।

বাণিজ্য সচিব বলেন, শ্রম আইনের আরও সংস্কার প্রয়োজন বলে মনে করে যুক্তরাষ্ট্র। একইসঙ্গে ট্রেড ইউনিয়ন করার ক্ষেত্রে শ্রমিকদের মতামতকে গ্রাহ্য করা জরুরি বলেও মনে করেন তারা। পোশাক রপ্তানিতে শুল্কমুক্ত সুবিধা চায় বাংলাদেশ- এমনটা জানিয়ে তিনি বলেন, বাংলাদেশ পোশাক শিল্পের বাইরে যুক্তরাষ্ট্রে অন্য পণ্য রপ্তানি করতে চায়। এ ব্যাপারে ইউএসটিআর প্রতিনিধিরা বলেছেন, এগুলো তাদের দেশের সরকারের সিদ্ধান্তের ব্যাপার।

তপন কান্তি ঘোষ বলেন, সামনে নির্বাচন হওয়ায় এখন জিএসপি সুবিধার বিষয়ে কতটা কাজ করা যাবে, তা এখনই কিছু বলা যাচ্ছে না বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রতিনিধিরা।

আরএস