গুরুদাসপুরে কৃষকদের মাঝে বীজ, সার-প্রাণিসম্পদ বিতরণ

গুরুদাসপুর(নাটোর)প্রতিনিধি: প্রকাশিত: এপ্রিল ২৯, ২০২৪, ০৫:৩১ পিএম
গুরুদাসপুরে কৃষকদের মাঝে বীজ, সার-প্রাণিসম্পদ বিতরণ

নাটোরের গুরুদাসপুর উপজেলার হলরুমে কৃষি অফিস ও প্রাণীসম্পাদের আয়োজনে উপজেলা নির্বাহী অফিসার সালমা আক্তারের সভাপতিত্বে অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২৯ এপ্রিল) দুপুর আড়াইটার দিকে এ অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়।

২০২৩-২৪ অর্থবছরে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় খরিপ /২০২৪/২৫ মৌসুমে উফসি আউশ ফসলের বৃদ্ধির নিমিত্তে  উপজেলার পৌরসভাসহ ছয়টি ইউনিয়নের দুই হাজার ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে ৫ কেজি আউশ ধান বীজ ১০ কেজি ডিএপি ও ১০ কেজি করে এমওপি সার বিতরণ করা হয়েছে। প্রাণিসম্পদ থেকে উপজেলার চাপিলা ও নাজিরপুর ইউনিয়নের ১০০ জন ক্ষুদ্র নৃ-গোষ্ঠীদের মধ্যে ২০ টি করে হাঁস বিতরণ করা হয়েছে।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন  স্থানীয় সংসদ সদস্য  ডা.মো.সিদ্দিকুর রহমান পাটোয়ারী। 

বিশেষ অথিতি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা চেয়ারম্যান মো. আনোয়ার হোসেন।

অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সাবেক উপজেলা চেয়ারম্যান এমদাদুল হক মোহাম্মদ আলী, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ছাত্র লীগের সাবেক সভাপতি ও নাটোর জেলা আওয়ামী লীগের কোষাধ্যক্ষ আহমদ আলী মোল্লা, উপজেলা ছাত্র লীগের সভাপতি আতিয়ার রহমান বাধন, নাজিরপুর ইউপি চেয়ারম্যান মো. আইয়ুব আলী, কৃষি অফিসার মো. হারুনর রশীদ ও প্রাণিসম্পদ অফিসার ডা. মো. আলমগীর হোসেন প্রমুখ।

বিআরইউ