নালিতাবাড়ীতে হাতির আক্রমণে আহত ২

নালিতাবাড়ী (শেরপুর) প্রতিনিধি প্রকাশিত: মে ৪, ২০২৪, ০২:৪৯ পিএম
নালিতাবাড়ীতে হাতির আক্রমণে আহত ২

শেরপুরের নালিতাবাড়ী সীমান্তে কয়েক দিনের ব্যবধানে হাতির আক্রমণে আরও ২ জন আহত হয়েছেন।

আহতরা হলেন- বুরুঙ্গা কালাপানি এলাকার অলিল মিয়ার ছেলে আলম মিয়া (৩৫) ও মৃত আব্দুল কুদ্দুছের ছেলে খলিল মিয়া (৪৩)।

বৃহস্পতিবার রাতে বাতকুচি এলাকায় হাজি ওমর আলী নামের একজন নিহত হওয়ার পর ১ সপ্তাহের ব্যবধানে কালাপানি এলাকায় কালাপানি তালতলা বন্দের বোরো ফসলি জমিতে ৩০-৩৫টি বন্যহাতির দল ফসল খেতে শুরু করে। স্থানীয় কৃষকদের নিয়ে হাতি প্রতিরোধ কমিটির সদস্য মো. খলিল মিয়া সারারাত হাতি প্রতিরোধ করে যাচ্ছিল। ভোরবেলায় হাতির দলটি প্রায় ৫ একর জমির বোরোধান সাবাড় করে ও উপর আক্রমণ করে।

এ সময় প্রতিরোধ কমিটির সদস্য মো. খলিল মিয়াকে পা দিয়ে ডান পায়ের পা গুড়িয়ে আহত করে। অপর দিকে আলম নামের একজনকে শুঁড় দিয়ে পেঁচিয়ে আছাড় দিলে তার বা পা ভেঙে গুঁড়িয়ে যায়।

এ ব্যাপারে মধুটিলা রেঞ্জ অফিসার রফিকুল ইসলাম জানান, ক্ষতির বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানানো হচ্ছে।

ইএইচ