খাগড়াছড়িতে বজ্রপাতে বসতঘরে আগুন, মা-ছেলে পুড়ে অঙ্গার

দীঘিনালা (খাগড়াছড়ি) প্রতিনিধি: প্রকাশিত: মে ৫, ২০২৪, ০৯:৪৫ এএম
খাগড়াছড়িতে বজ্রপাতে বসতঘরে আগুন, মা-ছেলে পুড়ে অঙ্গার

দেশের পার্বত্যাঞ্চল খাগড়াছড়ির দীঘিনালায় বজ্রপাতে বসতঘরে লাগা আগুনে পুড়ে মা ও ছেলে অঙ্গার হয়েছে।

রোববার (৫ মে) ভোর ৫ টার দিকে দীঘিনালার মেরুং ইউনিয়নের মধ্য বেতছড়ি এলাকায় এ ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন মেরুং ইউনিয়নের চেয়ারম্যান লাকী আক্তার।

মৃতরা হলেন- দীঘিনালার মধ্যবেতছড়ির পরিবহণ শ্রমিক ছাদেক মিয়ার স্ত্রী হাসিনা বেগম ও তাদের ৮ বছরের ছেলে মো. হানিফ মিয়া।

স্থানীয়রা জানায়, ভোর রাতে ভারী বৃষ্টির সঙ্গে বজ্রপাতে ছাদেক মিয়ার মাটির ঘরের টিনের চালে আগুন লেগে যায়। এ সময় ঘরের ভেতরে থাকা তার স্ত্রী হাসিনা বেগম ও ছেলে হানিফ মিয়া আগুনে পুড়ে মারা যায়। খবর পেয়ে দীঘিনালা ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে গিয়ে তাদের মরদেহ উদ্ধার করে।

মেরুং ইউনিয়নের চেয়ারম্যান লাকী আক্তার জানান, ভোর রাতে বজ্রপাতে বাড়ির চালে আগুন লেগে মা ও ছেলে পুড়ে মারা গেছে।

নিহতের পরিবারকে স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে বিধি মোতাবেক সহযোগিতা দেয়া হবে বলেও জানান তিনি।

বিআরইউ