গাজীপুর মহানগর যুবলীগ ও ৬টি ওয়ার্ডে আহ্বায়ক কমিটি ঘোষণা

পূবাইল (গাজীপুর) প্রতিনিধি প্রকাশিত: মে ৮, ২০২৪, ০৬:৪৭ পিএম
গাজীপুর মহানগর যুবলীগ ও ৬টি ওয়ার্ডে আহ্বায়ক কমিটি ঘোষণা

গাজীপুর মহানগর আওয়ামী যুবলীগের ৬টি ওয়ার্ডে আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছে। যুবলীগের চেয়ারম্যান অধ্যাপক শেখ ফজলে শামস পরশ ও সাধারণ সম্পাদক আলহাজ্ব মাইনুল হোসেন খান নিখিল এ আহ্বায়ক কমিটির অনুমোদন প্রদানের নির্দেশ দেন।

মঙ্গলবার কমিটি ঘোষণার বিষয়টি নিশ্চিত করেছেন গাজীপুর মহানগর আওয়ামী যুবলীগের আহ্বায়ক মো. কামরুল আহসান সরকার রাসেল।

এই কমিটির চিঠিতে স্বাক্ষর করেন গাজীপুর মহানগর আওয়ামী যুবলীগের আহ্বায়ক মো. কামরুল আহসান সরকার রাসেল, যুগ্ম আহ্বায়ক মো. সাইফুল ইসলাম, সুমন আহমেদ শান্ত বাবু ও মো. আলমগীর হোসেন।

এতে বলা হয়, বাংলাদেশ আওয়ামী যুবলীগ গাজীপুর মহানগর শাখার অন্তর্গত ২, ২০, ৩২, ৪১, ৪৯ ও ৫১ নম্বর ওয়ার্ড যুবলীগের সাংগঠনিক কার্যক্রম গতিশীল ও শক্তিশালী করার লক্ষ্যে ৪১ সদস্য বিশিষ্ট একটি আহ্বায়ক কমিটি অনুমোদন করা হলো।

গাজীপুর মহানগর ২নং ওয়ার্ড যুবলীগের আহ্বায়ক মো. কাবুল হোসেন, যুগ্ম আহ্বায়ক মো. সোলাইমান মিয়া ও মো. সাইফ বিন আজাদ।

গাজীপুর মহানগর ২০নং ওয়ার্ড যুবলীগের আহ্বায়ক মো. রাকিবুল ইসলাম, যুগ্ম আহ্বায়ক মো. জহিরুল ইসলাম, মো. বাবুল হোসেন ও মো. ওসমান আলী।

গাজীপুর মহানগর ৩২নং ওয়ার্ড যুবলীগের আহ্বায়ক মো. মতিউর রহমান আকন, যুগ্ম আহ্বায়ক মো. শহিদুল ইসলাম, মো. জাকির হোসেন ও মো. জামান মিয়া।

গাজীপুর মহানগর ৪১নং ওয়ার্ড যুবলীগের আহ্বায়ক মো. মাসুদ আলম সরকার, যুগ্ম আহ্বায়ক মো. খাইরুল আলম ভুঁইয়া, মো. হারুন সরকার ও মো. রাহাত খান রবিন।

গাজীপুর মহানগর ৪৯নং ওয়ার্ড যুবলীগের আহ্বায়ক মো. আমির হোসেন হামজা, যুগ্ম আহ্বায়ক মো. ফজল করিম, মো. সোহেল ও মো. বিপ্লব আহমেদ সর্দার।

গাজীপুর মহানগর ৫১নং ওয়ার্ড যুবলীগের আহ্বায়ক মো. মোস্তফা মিয়া, যুগ্ম আহ্বায়ক মো. আশরাফুল আলম মাসুম, মো. কাউসার রহমান সাগর, মো. জালাল মাহমুদ টুটুল ও মো. সামসুদ্দিন জামান সেলিম।

এ বিষয়ে মহানগর যুবলীগের আহ্বায়ক আলহাজ্ব মো. কামরুল আহসান সরকার রাসেল বলেন, গত সোমবার বিকালে যুবলীগের চেয়ারম্যান ও সাধারণ সম্পাদকের অনুমতিক্রমে ৬টি ওয়ার্ডের আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়। প্রতিটি কমিটিতে একজন করে আহ্বায়ক ও তিনজন করে যুগ্ম আহ্বায়কের দায়িত্ব দেওয়া হয়েছে। আগামী ৯০ দিনের মধ্যে ওই কমিটিগুলো পূর্ণাঙ্গ কমিটি হিসেবে ঘোষণা করা হবে।

ইএইচ