সাভারে নারীসহ পাঁচ মাদককারবারি গ্রেপ্তার

আশুলিয়া (ঢাকা) প্রতিনিধি প্রকাশিত: মে ২৩, ২০২৪, ০৮:৩৭ পিএম
সাভারে নারীসহ পাঁচ মাদককারবারি গ্রেপ্তার

সাভারে র‌্যাবের অভিযানে নারীসহ পাঁচ মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় তাদের হেফাজত থেকে ১৫৬ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়।

বৃহস্পতিবার বিকালে প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেন র‌্যাব-৪, সিপিসি-২ এর কোম্পানি কমান্ডার লেফটেন্যান্ট কমান্ডার রাকিব মাহমুদ খান।

এর আগে বুধবার সাভার মডেল থানাধীন এলাকা থেকে তাদেরকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন- মো. জসিম ওরফে পান্না (৩৫), মো. কবির মিয়া (২৪) ও মো. সাদ্দাম (২৬), মো. খোকন মৃধা (৩৮) ও তাসলিমা বেগম (৩৪) । তবে তাদের বিস্তারিত পরিচয় জানা যায়নি।

র‌্যাব জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, গ্রেপ্তার আসামিরা বেশ কিছুদিন যাবৎ লোকচক্ষুর অন্তরালে দেশের বিভিন্ন স্থান থেকে অবৈধ মাদকদ্রব্য ফেনসিডিল সংগ্রহ করে ঢাকার সাভার, আশুলিয়া ও ধামরাইসহ নিকটবর্তী বিভিন্ন এলাকার ডিলার ও খুচরা মাদক বিক্রেতাদের নিকট বিক্রয় করে আসছিলো।

র‌্যাব-৪, সিপিসি-২ এর কোম্পানি কমান্ডার লেফটেন্যান্ট কমান্ডার রাকিব মাহমুদ খান জানান, এ বিষয়ে প্রয়োজনীয় আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

ইএইচ