অভয়নগরে গ্রাম আদালত পরিদর্শনে ইউএনডিপি প্রতিনিধি দল

অভয়নগর (যশোর) প্রতিনিধি: প্রকাশিত: এপ্রিল ৩০, ২০২৫, ০৪:১২ পিএম
অভয়নগরে গ্রাম আদালত পরিদর্শনে ইউএনডিপি প্রতিনিধি দল

যশোরের অভয়নগর উপজেলার বাঘুটিয়া ইউনিয়ন পরিষদের গ্রাম আদালতের কার্যক্রম সরেজমিনে পরিদর্শন করেছেন ইউএনডিপি ও স্থানীয় সরকার বিভাগের প্রতিনিধিরা। আজ বুধবার সকালে ইউনিয়ন পরিষদ ভবনে গ্রাম আদালত সক্রিয়করণ জাতীয় প্রকল্পের আওতায় এই পরিদর্শন ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

প্রতিনিধিদলের মধ্যে ছিলেন— ডেনমার্কের পিইএম কনসাল্টের প্রবাসী বিশেষজ্ঞ অরেন ইপপ, নর্থ সাউথ ইউনিভার্সিটির স্থাপত্যবিদ হারুন-উর-রশিদ, প্রকল্পের জাতীয় সমন্বয়কারী বিভাষ চক্রবর্তী, যশোরের স্থানীয় সরকার উপপরিচালক রফিকুল হাসান, লিগ্যাল স্পেশালিস্ট ব্যারিস্টার মশিউর রহমান, সহকারী কমিশনার (ভূমি) আব্দুল্লাহ আল ফারুক, অ্যাডভোকেট মহিতোষ কুমার রায়সহ স্থানীয় জনপ্রতিনিধি ও ইউপি সদস্যরা।

পরিদর্শন শেষে প্রতিনিধিদল বলেন, ‘গ্রামের সাধারণ মানুষ যেন সহজে ন্যায়বিচার পান, সেটিই এই প্রকল্পের মূল লক্ষ্য। মাঠপর্যায়ে কীভাবে কাজ হচ্ছে, তা জানতে সরাসরি মানুষের সঙ্গে কথা বলেছি।’ – বলেন প্রতিনিধি দলের সদস্য অরেন ইপপ।

পরিদর্শনকালে প্রতিনিধিদল বাঘুটিয়া ইউনিয়ন পরিষদের মামলার রেজিস্টার, শুনানি প্রক্রিয়া এবং নিষ্পত্তির হার পর্যবেক্ষণ করেন। পরে তারা উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে গ্রাম আদালত ব্যবস্থাপনা কমিটির সদস্যদের সঙ্গে মতবিনিময় করেন। সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা জয়দেব চক্রবর্তীসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

প্রকল্প সূত্রে জানা গেছে, ২০২৪ সালের ফেব্রুয়ারি থেকে ডিসেম্বর পর্যন্ত অভয়নগরের ৮টি ইউনিয়নের গ্রাম আদালতে মোট ১৯৬টি মামলা গ্রহণ করা হয়, যার মধ্যে ১৬৭টি মামলার নিষ্পত্তি হয়েছে। ক্ষতিপূরণ আদায় হয়েছে ১৬ লাখ ৮৮ হাজার টাকা এবং উদ্ধার করা হয়েছে প্রায় ৩০ শতক জমি।

উল্লেখ্য, মামলা গ্রহণ ও নিষ্পত্তির দিক থেকে বাঘুটিয়া ইউনিয়ন উপজেলার মধ্যে প্রথম স্থান অর্জন করে এবং জেলা পর্যায়েও শ্রেষ্ঠ ইউনিয়ন হিসেবে নির্বাচিত হয়।

বিআরইউ