সরকার পাল্টেছে, কিন্তু দেশে দখলদারিত্ব, লুটপাট আর চাঁদাবাজির সংস্কৃতি পাল্টায়নি বলে মন্তব্য করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমীর ও চরমোনাইর পীর মুফতি সৈয়দ মো. রেজাউল করিম।
শুক্রবার (২ মে) বিকেলে বরিশালের বাকেরগঞ্জ সরকারি কলেজ মাঠে উপজেলা মুজাহিদ কমিটি আয়োজিত এক ওয়াজ মাহফিলে তিনি এসব কথা বলেন।
চরমোনাই পীর বলেন, ‘ছাত্র-জনতার অভ্যুত্থানে ফ্যাসিস্ট সরকার বিদায় নিয়েছে। দেশবাসী আশা করছিল, নতুনভাবে রাষ্ট্র কাঠামো গঠিত হবে। কিন্তু তার বদলে একটি গোষ্ঠী এখন টেন্ডারবাজি, ঘাট দখল, স্টেশন দখল ও চাঁদাবাজিতে মেতে উঠেছে। সরকার পরিবর্তন হলেও দুর্বৃত্তায়নের চিত্র আগের মতোই রয়ে গেছে।’
তিনি বলেন, ‘গণঅভ্যুত্থানে নিহত শহীদদের রক্তের দাম কী এই চাঁদাবাজি? শহীদ মায়েদের কান্না এখনো থামেনি, অথচ কিছু লোক ক্ষমতার সুযোগে জনগণের পিঠে চড়ছে।’
চরমোনাই পীর আরও বলেন, ‘এই রাষ্ট্রে শান্তি আসবে তখনই, যখন ইসলামভিত্তিক ন্যায়বিচারের রাজনীতি প্রতিষ্ঠিত হবে। কেবল ইসলামী আদর্শের বাস্তবায়নের মধ্য দিয়েই জনগণের কাঙ্ক্ষিত পরিবর্তন সম্ভব।’
ওয়াজ মাহফিল শেষে দেশ-বিদেশে শান্তি ও ফিলিস্তিনের নির্যাতিত মুসলমানদের জন্য বিশেষ মোনাজাত করা হয়।
বিআরইউ