চাকরি রাজস্বখাতে অন্তর্ভুক্তির দাবিতে নকল নবীশদের মহাসমাবেশ

রংপুর ব্যুরো প্রকাশিত: মে ৩, ২০২৫, ০৫:২৮ পিএম
চাকরি রাজস্বখাতে অন্তর্ভুক্তির দাবিতে নকল নবীশদের মহাসমাবেশ

চাকরি রাজস্বখাতে অন্তর্ভুক্তির দাবিতে রংপুরে মহাসমাবেশ করেছে বাংলাদেশ এক্সট্রা-মোহরার (নকল নবীশ) এসোসিয়েশন।

শনিবার বেলা ১২টায় রংপুর জেলা পরিষদ কমিউনিটি সেন্টারে এ মহাসমাবেশ অনুষ্ঠিত হয়।

মহাসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসোসিয়েশনের কেন্দ্রীয় কমিটির সভাপতি মো. রফিকুল ইসলাম বলেন, "আগামী সপ্তাহের মধ্যে নকল নবীশদের চাকরি রাজস্বখাতে অন্তর্ভুক্তির (পদ সৃজনের) জন্য আইন মন্ত্রণালয়ে প্রেরিত প্রস্তাবটি জনপ্রশাসন মন্ত্রণালয়ের অনুমোদন দিয়ে অর্থ মন্ত্রণালয়ে পাঠাতে হবে। যেসব নকল নবীশের প্রস্তাব এখনো হয়নি, তাদের ক্ষেত্রেও যথাযথ পদক্ষেপ নিতে হবে। দাবি আদায় না হলে পরবর্তীতে বৃহত্তর কর্মসূচি ঘোষণা করা হবে।"

সভায় সভাপতিত্ব করেন রংপুর জেলা ও সদর কমিটির সভাপতি রেয়াজুল হক। প্রধান বক্তা ছিলেন কেন্দ্রীয় সাধারণ সম্পাদক আল আমিন সরকার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় সহ-সভাপতি এনামুল হক রোমেল, আজিজুল হক, তাসিকুর রহমান (রিগান) ও রবিউল ইসলাম (রিপন)। এছাড়াও উপস্থিত ছিলেন সাংগঠনিক সম্পাদক মাসুদ রানা, প্রচার সম্পাদক মো. জাহাঙ্গীর আলম, অর্থ সম্পাদক রুবেল পারভেজ এবং কেন্দ্রীয় কমিটির সদস্য রূপম বিশ্বাস ও জসিম উদ্দীন।

বিশেষ বক্তা হিসেবে রংপুর বিভাগের সকল জেলার সভাপতি ও সাধারণ সম্পাদকগণ উপস্থিত থেকে বক্তব্য রাখেন।

ইএইচ