ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে ‘জবা সঞ্চয় ও ঋণদান সমবায় সমিতি’ নামে একটি প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা আব্দুস সোবহান কয়েক কোটি টাকা নিয়ে উধাও হয়ে গেছেন বলে অভিযোগ উঠেছে। তার বিরুদ্ধে সমিতির প্রায় ৩ হাজার সদস্যের সঞ্চিত অর্থ আত্মসাতের অভিযোগ উঠেছে।
রোববার সকাল থেকেই ক্ষতিগ্রস্ত সঞ্চয়কারীরা শহরের আমতলা সালেহা সুপার মার্কেটে অবস্থিত সমিতির কার্যালয়ের সামনে জড়ো হতে থাকেন। কেউ কেউ কান্নায় ভেঙে পড়েন।
শহরের বটতলা এলাকার মুদি দোকানদার রতন মোল্লা জানান, পীরগঞ্জ উপজেলার নারায়নপুর শেখপাড়া গ্রামের আব্দুস সোবহান ‘জবা’ নামে একটি সঞ্চয় ও ঋণদান সমবায় সমিতি প্রতিষ্ঠা করেন। দীর্ঘদিন ধরে এই সমিতির মাধ্যমে প্রায় ৩ হাজার সদস্যের কাছ থেকে কয়েক কোটি টাকা সঞ্চয় সংগ্রহ করে তিনি ঋণ কার্যক্রম পরিচালনা করছিলেন। রতন মোল্লাও সমিতিতে ১৫ লাখ টাকা সঞ্চয় করেছেন বলে জানান।
সমিতির কার্যক্রম নিয়মিত চলছিল। কিন্তু হঠাৎ শুক্রবার রাতে সোবহান তার কলেজ বাজার এলাকার ভাড়া বাসার মালামাল ট্রাকে তুলে পালানোর চেষ্টা করেন। এ সময় বিষয়টি টের পেয়ে সমিতির কিছু সদস্য ট্রাকটি আটক করলেও সোবহান পালিয়ে যান।
খবর ছড়িয়ে পড়লে সকাল থেকে সঞ্চয়কারীরা সোবহানের গ্রামের বাড়ি নারায়নপুর শেখপাড়ায় ভিড় করতে থাকেন। সেখানে তাকে না পেয়ে তারা ফিরে এসে সমিতির কার্যালয়ের সামনে অবস্থান নেন। বর্তমানে অফিসটি তালাবদ্ধ রয়েছে এবং সোবহান পলাতক।
স্থানীয় শ্রমিক নেতা লিয়াকত আলী বলেন, “জবা সমিতির প্রতিষ্ঠাতা কয়েক কোটি টাকা নিয়ে হঠাৎ উধাও হয়ে গেছেন। এতে হাজার হাজার সাধারণ মানুষ চরম বিপদে পড়েছেন।”
পীরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তাজুল ইসলাম বলেন, “আমি এখনো বিষয়টি সম্পর্কে জানি না। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”
এ বিষয়ে পীরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রকিবুল হাসান বলেন, “বিষয়টি শুনেছি। ভুক্তভোগীদের থানায় লিখিত অভিযোগ দেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।”
ইএইচ