গাজীপুর মহানগরের জয়দেবপুর থানার মোগলখাল এলাকায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণের ঘটনায় দগ্ধ পাঁচজনের সবাই মারা গেছেন।
সর্বশেষ রোববার রাতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের হাই ডিপেন্ডেন্সি ইউনিটে (এইচডিইউ) চিকিৎসাধীন অবস্থায় মারা যায় ১০ বছর বয়সী শিশু তানজিলা।
সোমবার সকালে গাজীপুর মহানগরের বাসন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহিন খান আমার সংবাদকে বিষয়টি নিশ্চিত করেন।
নিহতরা হলেন— সিমা আক্তার (৩০), পারভিন আক্তার (৩৫), তার এক বছরের শিশু ছেলে আয়ান, তাসলিমা বেগম (৩০) এবং তার মেয়ে তানজিলা (১০)। নিহত সবাই একই পরিবারের সদস্য।
গত শুক্রবার (৩ মে) সন্ধ্যা সাড়ে সাতটার দিকে মোগলখাল এলাকায় এ বিস্ফোরণের ঘটনা ঘটে। রাত ১০টা ৪৫ মিনিটের দিকে তাদের উদ্ধার করে জাতীয় বার্ন ইনস্টিটিউটে ভর্তি করা হয়।
বিস্ফোরণের পর সবচেয়ে আগে, ওই রাতেই মারা যায় এক বছরের শিশু আয়ান। এরপর রোববার (৪ মে) মারা যান সিমা আক্তার, যিনি শরীরের ৯০ শতাংশ দগ্ধ হয়েছিলেন। পরদিন সোমবার মারা যান পাঁচ মাসের অন্তঃসত্ত্বা তাসলিমা বেগম, যার শরীরের ৯৫ শতাংশ দগ্ধ হয়েছিল। সর্বশেষ মারা যায় শিশু তানজিলা। এ নিয়ে দুর্ঘটনায় মোট পাঁচজনের মৃত্যু হয়।
ইএইচ