আখাউড়ায় পারিবারিক পুষ্টি বাগানের উপকরণ পেলেন ৪১ জন কৃষক

সাইফুল ইসলাম, আখাউড়া প্রকাশিত: মে ৫, ২০২৫, ০২:২৬ পিএম
আখাউড়ায় পারিবারিক পুষ্টি বাগানের উপকরণ পেলেন ৪১ জন কৃষক

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় পারিবারিক পুষ্টি বাগান গড়ে তুলে পুষ্টি চাহিদা পূরণের লক্ষ্যে ৪১ জন কৃষকের মাঝে বিনামূল্যে উপকরণ বিতরণ করা হয়েছে।

সোমবার সকাল সাড়ে ১১টায় উপজেলা পরিষদ মাঠে কৃষকদের মাঝে জৈব সার, ফলের চারা, নেট, পানির ড্রামসহ ২২ প্রকার সবজির বীজ বিতরণ করে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর।

‘অনাবাদি পতিত জমি ও বসতবাড়ির আঙিনায় পারিবারিক পুষ্টি বাগান স্থাপন (২য় সংশোধিত) প্রকল্প’ ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আওতায় এ কর্মসূচি বাস্তবায়ন করা হয়।

উপকরণ বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা তানিয়া তাবাসসুম, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা জাহিদ হাসান, উপসহকারী কৃষি কর্মকর্তা মো. মশিউর রহমান ও মো. মুস্তাফিজুর রহমানসহ উপকারভোগী কৃষকরা।

আখাউড়া উপজেলা কৃষি কর্মকর্তা তানিয়া তাবাসসুম জানান, “নিরাপদ সবজি উৎপাদনে পারিবারিক পুষ্টি বাগান গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। এটি একদিকে যেমন পারিবারিক পুষ্টির চাহিদা মেটাচ্ছে, তেমনি অতিরিক্ত সবজি বিক্রি করে কৃষকরা লাভবান হচ্ছেন।”

ইএইচ