জামালপুরের সরিষাবাড়ীতে অভ্যন্তরীণ বোরো মৌসুমের ধান ও চাল সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে।
সোমবার দুপুরে উপজেলা খাদ্য বিভাগের আয়োজনে উপজেলা খাদ্য গুদাম চত্বরে আনুষ্ঠানিকভাবে এ কার্যক্রমের উদ্বোধন করেন উপজেলা ভারপ্রাপ্ত নির্বাহী কর্মকর্তা লিজা রিছিল।
২০২৫ সালের বোরো মৌসুমে ধান ও চাল সংগ্রহ কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন—উপজেলা খাদ্য কর্মকর্তা শামছুল হক, উপজেলা খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসিএলএসডি) আশিসুল ইসলাম, উপজেলা কৃষক দলের সভাপতি আব্দুল মজিদ, স্থানীয় কৃষক এবং গণমাধ্যমকর্মীরা।
চলতি মৌসুমে সরিষাবাড়ী উপজেলায় ১,২৫২ টন ধান এবং ১,৮৬৩ টন সিদ্ধ চাল সংগ্রহের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। সরকার নির্ধারিত দামে ধান প্রতি কেজি ৩৬ টাকা এবং সিদ্ধ চাল প্রতি কেজি ৫৯ টাকায় ক্রয় করা হবে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
উপজেলা খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা আশিসুল ইসলাম বলেন, “চলতি বোরো মৌসুমে সরকার নির্ধারিত দামে কৃষকদের কাছ থেকে সরাসরি ১,২৫২ টন ধান এবং ১,৮৬৩ টন চাল সংগ্রহের কার্যক্রম শুরু হয়েছে। কৃষকদের ন্যায্যমূল্য নিশ্চিত করতেই এই উদ্যোগ।”
এ সময় স্থানীয় কৃষকরাও সরকারের এই সিদ্ধান্তকে স্বাগত জানান এবং সরাসরি ধান-চাল বিক্রির সুযোগ পাওয়ায় সন্তোষ প্রকাশ করেন।
ইএইচ