চৌগাছায় যুব উন্নয়নের কম্পিউটার ও নেটওয়ার্কিং প্রশিক্ষণ শুরু

চৌগাছা (যশোর) প্রতিনিধি প্রকাশিত: মে ৫, ২০২৫, ০৫:২১ পিএম
চৌগাছায় যুব উন্নয়নের কম্পিউটার ও নেটওয়ার্কিং প্রশিক্ষণ শুরু

যশোরের চৌগাছায় যুব উন্নয়ন অধিদপ্তরাধীন ‘‘টেকনোলজি এমপাওয়ারমেন্ট সেন্টার অন হুইলস ফর আন্ডারপ্রিভিলেজড রুরাল ইয়াং পিপল অব বাংলাদেশ (টেকাব ২য় পর্যায়)’’ শীর্ষক প্রকল্পের আওতায় দুই মাসব্যাপী কম্পিউটার ও নেটওয়ার্কিং প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন করা হয়েছে।

সোমবার সকাল ১০টায় উপজেলা পরিষদ হলরুমে এ প্রশিক্ষণ কার্যক্রমের উদ্বোধন উপলক্ষে এক সংক্ষিপ্ত অনুষ্ঠানের আয়োজন করা হয়। উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা সুভাষ চন্দ্র চক্রবর্তীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারজানা ইসলাম।

প্রশিক্ষণে ৪০ জন নারী ও পুরুষ অংশগ্রহণ করছেন। যুব উন্নয়ন অধিদপ্তরের একটি ভ্রাম্যমাণ বাসে ৪৪ কার্যদিবসে দুই মাসব্যাপী এ প্রশিক্ষণ দেওয়া হবে। এর আগে লিখিত পরীক্ষার মাধ্যমে প্রশিক্ষণার্থীদের নির্বাচন করা হয়।

উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা জানান, দীর্ঘ আট বছর পর চৌগাছায় আবারও এ প্রশিক্ষণ কার্যক্রম শুরু হলো। এতে স্থানীয় যুব সমাজ উপকৃত হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

ইএইচ