চরফ্যাশনে প্রাথমিক শিক্ষা অফিসারের বদলি বাতিলে মহাপরিচালকের নিকট শিক্ষকদের স্মারকলিপি

চরফ্যাশন (ভোলা) প্রতিনিধি প্রকাশিত: মে ৬, ২০২৫, ০৭:০৭ পিএম
চরফ্যাশনে প্রাথমিক শিক্ষা অফিসারের বদলি বাতিলে মহাপরিচালকের নিকট শিক্ষকদের স্মারকলিপি

চরফ্যাশন উপজেলার সদ্য প্রাথমিক শিক্ষা অফিসার পদে বদলিকৃত শিক্ষা অফিসার (চ:দা:) মো. মিজানুর রহমান এর বদলির আদেশ বাতিল করণের জন্য প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের  মহাপরিচালকের নিকট স্মারকলিপি দিয়েছেন চরফ্যাশন উপজেলার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকগণ। 

৬ মে চরফ্যাশন উপজেলার প্রাথমিক শিক্ষকদের পক্ষে শিবারহাট সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: মিনহাজ উদ্দিন, মধ্য উত্তর মাদ্রাজ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: আবদুল হাই, মধ্য উত্তর ফ্যাশন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: আবদুল হাই, মুখারবান্দা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নুরুল আলম ভূইয়া,  গফুরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: শফিকুর রহমান স্বাক্ষরিত স্মারকলিপি প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের  মহাপরিচালকের নিকট প্রদান করা হয়। 

স্মারক লিপিতে উল্লেখ করা হয়, গত ৫ মে,২০২৫ ইং তারিখে  প্রাথমিক শিক্ষা অধিদপ্তর থেকে চরফ্যাশন উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার পদে মুহা. তাশেম উদ্দিন (চঃদাঃ) এর স্থলে মো. মিজানুর রহমানকে (চ:দা:) বদলির আদেশ প্রদান করা হয়। 

জানা যায়, মো. মিজানুর রহমান এর আগেও ২০১৮ সালে এই উপজেলায় ভারপ্রাপ্ত শিক্ষা অফিসার পদে দায়িত্বে ছিলেন। দায়িত্বে থাকা কালীন সময়ে শিক্ষকদের মধ্যে বিভাজন, বিভিন্ন বিদ্যালয়ের দপ্তরি কাম প্রহরীদের থেকে টাকা হাতিয়ে নেয়া, শিক্ষকদের প্রতিটি কাজেই একটি নির্ধারিত হারে টাকা গ্রহণ সহ নানাবিধ অনিয়মের সাথে মিজানুর রহমানের জড়িত থাকার অভিযোগ উঠেছিলো । বিষয়টি নিয়ে সে সময়ে শিক্ষকদের মধ্যে অসন্তোষ ও ক্ষোভ সৃষ্টি হয়েছিল বিধায় তিনি দ্রুত বদলি হয়ে অন্যত্র চলে যান। স্মারক লিপিতে  মো. মিজানুর রহমানকে চরফ্যাশন  উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার (চঃদাঃ)  সদ্য বদলির আদেশ বাতিলের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণে উপজেলা শিক্ষকদের পক্ষ থেকে অনুরোধ জানানো হয়।

আরএস