বরিশালে বিআরটিএ অফিসে দুদকের অভিযানে দালাল আটক

বরিশাল ব্যুরো প্রকাশিত: মে ৭, ২০২৫, ০৩:৪৫ পিএম
বরিশালে বিআরটিএ অফিসে দুদকের অভিযানে দালাল আটক

বরিশালে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) কার্যালয়ে দালাল চক্রের মাধ্যমে গ্রাহকদের হয়রানি ও অতিরিক্ত টাকা আদায়ের অভিযোগে অভিযান চালিয়ে এক দালালকে আটক করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

বুধবার সকাল সাড়ে ১১টা থেকে দুপুর পর্যন্ত বরিশাল ডিসি অফিসের গ্রাউন্ড ফ্লোরে অবস্থিত জেলা বিআরটিএ কার্যালয়ে ছদ্মবেশে অভিযান চালান দুদকের বরিশাল সমন্বিত জেলা কার্যালয়ের সহকারী পরিচালক রাজ কুমার সাহা। পরে অভিযানে যোগ দেন ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট রবিউল হাসান ভূঁইয়া।

অভিযানে সঞ্জীব কুমার দাস নামের একজন দালালকে আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাকে এক মাসের কারাদণ্ড ও ২০০ টাকা জরিমানা প্রদান করা হয়।

আটক সঞ্জীব কুমার দাস বরিশাল নগরীর ৮ নম্বর ওয়ার্ডের দপ্তরখানা এলাকার বাসিন্দা শম্ভুনাথ দাসের ছেলে। দীর্ঘদিন ধরে বিআরটিএর অসাধু কিছু কর্মচারীর সঙ্গে মিলে দালালি কার্যক্রম পরিচালনার অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে।

অভিযান চালানোর খবর ছড়িয়ে পড়লে বিআরটিএর বেশিরভাগ কর্মকর্তা ও কর্মচারী কার্যালয় ত্যাগ করে পালিয়ে যান। অভিযানের সময় অনেক কর্মকর্তার কক্ষ ফাঁকা পাওয়া যায় বলে জানিয়েছেন দুদক কর্মকর্তা।

দুদকের সহকারী পরিচালক রাজ কুমার সাহা বলেন, “দালাল সঞ্জীব এক ব্যক্তির কাছ থেকে সাড়ে পাঁচ হাজার টাকার ড্রাইভিং লাইসেন্স বাবদ ২১ হাজার টাকা নেয়ার প্রমাণসহ হাতেনাতে ধরা পড়ে। এরপর তাকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে দণ্ড দেওয়া হয়।”

তিনি আরও জানান, “আটক দালালের সঙ্গে বিআরটিএ অফিসের কোনো কর্মকর্তা-কর্মচারী জড়িত আছে কিনা, তা খতিয়ে দেখা হবে এবং প্রমাণ পাওয়া গেলে পরবর্তী সময়ে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।”

এদিকে বিআরটিএতে দুদকের এই অভিযানে সন্তোষ প্রকাশ করেছেন নগরবাসী। তারা নিয়মিত তদারকি ও দুর্নীতি প্রতিরোধে আরও কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।

ইএইচ