সাংবাদিক মকছুদ আহমেদের স্মরণে রাঙামাটিতে নাগরিক সভা

মহুয়া জান্নাত মনি, রাঙামাটি প্রকাশিত: মে ৮, ২০২৫, ০৮:২৩ পিএম
সাংবাদিক মকছুদ আহমেদের স্মরণে রাঙামাটিতে নাগরিক সভা

পার্বত্য চট্টগ্রামের প্রখ্যাত সাংবাদিক, সাপ্তাহিক বনভূমি ও দৈনিক গিরিদর্পণ-এর সম্পাদক, সাংবাদিকতার অন্যতম পথিকৃৎ মরহুম একেএম মকছুদ আহমেদের স্মরণে নাগরিক শোকসভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার সকালে রাঙামাটি প্রেসক্লাবের আয়োজনে পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের মাইনী হলরুমে এ শোকসভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন রাঙামাটি প্রেসক্লাবের সভাপতি সাখাওয়াত হোসেন রুবেল।

প্রধান অতিথি ছিলেন পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান মেজর জেনারেল (অব.) অনুপ কুমার চাকমা।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাঙামাটি জেলা প্রশাসক মো. হাবিব উল্লাহ মারুফ, সাবেক উপমন্ত্রী মনি স্বপন দেওয়ান, শরনার্থী বিষয়ক টাস্কফোর্সের সদস্য সচিব কৃষ্ণ চন্দ্র চাকমা, বিএনপির সভাপতি দীপেন তালুকদার দীপু, জেলা জামায়াতের আমীর অধ্যক্ষ আব্দুল আলিম, প্রেসক্লাবের সাবেক সভাপতি সুনীল কান্তি দে, জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মামুনুর রশীদ মামুন, পার্বত্য জেলা পরিষদের সদস্য মো. হাবীব আজম, রিপোর্টার্স ইউনিটির সভাপতি সুশীল প্রসাদ চাকমা, বিএনপির সাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলাম শাকিল, ইসলামী ফ্রন্টের সিনিয়র সহসভাপতি মাওলানা শফিউল আলম আল ক্বাদেরী, আহলে সুন্নাতের সভাপতি মাওলানা এম এ মুস্তফা হেজাজী, ইমাম সমিতির সভাপতি মাওলানা এবিএম তোফায়েল আহমেদ, আইসিডিআরের সাবেক প্রকল্প পরিচালক জানে আলম, স্কাউটস কমিশনার নুরুল আবছার, এফপিএবির সভাপতি শাহেদা আক্তার এবং মরহুমের ছোট ভাই হুমায়ুন কবিরসহ জেলার গণমাধ্যমকর্মীরা।

শোকসভায় মরহুম একেএম মকছুদ আহমেদের সংক্ষিপ্ত জীবনী তুলে ধরেন তাঁর জীবনীগ্রন্থের লেখক ইয়াছিন রানা সোহেল।

বক্তারা বলেন, একেএম মকছুদ আহমেদ ছিলেন পার্বত্য অঞ্চলের সাংবাদিকতার অগ্রদূত। তিনি পাহাড়ের শান্তি, ন্যায় ও গণমাধ্যমের স্বাধীনতা রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। তার অবদান চিরস্মরণীয় হয়ে থাকবে।

ইএইচ