সাবেক পৌর মেয়র ঝালুসহ আওয়ামী লীগের ১৩ নেতাকর্মী গ্রেপ্তার

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি প্রকাশিত: মে ৯, ২০২৫, ০৭:০৬ পিএম
সাবেক পৌর মেয়র ঝালুসহ আওয়ামী লীগের ১৩ নেতাকর্মী গ্রেপ্তার

চাঁপাইনবাবগঞ্জের নাচোল পৌরসভার সাবেক মেয়র আব্দুর রশিদ খান ঝালুসহ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ১৩ জন নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

বৃহস্পতিবার দিবাগত রাতে জেলার পাঁচ উপজেলায় বিশেষ অভিযান চালিয়ে বিভিন্ন মামলার ভিত্তিতে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারদের মধ্যে সদর উপজেলায় ৪ জন, শিবগঞ্জে ২ জন, নাচোলে ৫ জন, গোমস্তাপুরে ১ জন এবং ভোলাহাটে ১ জন রয়েছেন।

শুক্রবার দুপুরে সংশ্লিষ্ট থানাগুলোর অফিসার ইনচার্জ (ওসি) বিষয়টি নিশ্চিত করেছেন।

ইএইচ