আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে শরীয়তপুরের ডামুড্যায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ডামুড্যা উপজেলা শাখা।
শনিবার ( ১০ মে) দুপুরে বিপ্লবী ছাত্র জনতা ঐক্যের ব্যানারে ডামুড্যা উপজেলার সিধলকুড়া বাসস্ট্যান্ড থেকে একটি মিছিল বের হয়ে প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে শহীদ মিনার গিয়ে সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে ‘নো মোর আওয়ামী লীগ, নো মোর হাসিনা’ বলে প্রতিবাদ জানানো হয়। বক্তারা বলেন, ‘ফ্যাসিবাদী আওয়ামী লীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগসহ সব অঙ্গ ও সহযোগী সংগঠনকে নিষিদ্ধ না করা পর্যন্ত আমাদের আন্দোলন চলবে।’
সমাবেশে বক্তব্য দেন–বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন শরীয়তপুর জেলার সংগঠক ও মিডিয়া সেল সম্পাদক মাহাবুব আলম জয়, জেলা সংগঠক সাদ আল সাইফি,জেলা যুগ্ম আহ্বায়ক ফয়সাল হোসেন সহ অনেকে।
বিআরইউ