কুড়িগ্রামে সীমান্ত দিয়ে অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে বিজিবির টহল জোরদার

কুড়িগ্রাম প্রতিনিধি প্রকাশিত: মে ১১, ২০২৫, ০৬:২০ পিএম
কুড়িগ্রামে সীমান্ত দিয়ে অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে বিজিবির টহল জোরদার

কুড়িগ্রামের সীমান্ত দিয়ে অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে  গোয়েন্দা নজরদারি ও জনবল বৃদ্ধির পাশাপাশি টহল জোরদার করেছে বিজিবি । পাশাপাশি জনসচেনতামূলক সভা করা হচ্ছে। সেই সাথে বেশ কিছু কর্মসূচি গ্রহণ করেছে কুড়িগ্রামের বিজিবির ২২ ব্যাটালিয়ন। 

কুড়িগ্রাম সদর দপ্তরের বিজিবির ২২ ব্যাটালিয়ন মিডিয়া সেল থেকে এ তথ্য জানানো হয়- কুড়িগ্রাম বিজিবির ২২ ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ ২শ৯৩ কিলোমিটার সীমান্ত এলাকা দিয়ে অবৈধভাবে অনুপ্রবেশ রোধকল্পে জনবল বৃদ্ধির পাশাপাশি টহল কার্যক্রম জোরদার করা হয়েছে। গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করা হয়েছে। এছাড়া জনসচেতনতামূলক সভার মাধ্যমে স্থানীয় জনসাধারণকে এ বিষয়ে সচেতন করা হয় ।

সীমান্তে সন্দেহজনক ও অস্বাভাবিক কোন কার্যক্রম পরিলক্ষিত হলে তাৎক্ষণিক ভিত্তিতে বিজিবিকে সংবাদ প্রদান করে তথ্য দেয়ার জন্য স্থানীয় অনুরোধ করা হয়েছে।

সীমান্তের গ্রামগুলোতে স্থানীয় ভলেন্টিয়ারদের সাথে সমন্বয়ের মাধ্যমে স্পর্শকাতর স্থানগুলোতে পাহারার ব্যবস্থা করা হয় । সীমান্তবাসীরা বলছে প্রতিটি সীমান্ত গ্রামে  বিজিপির টহল জোরদার করেছে।

এদিকে কুড়িগ্রাম ব্যাটালিয়ন (২২ বিজিবি) এর অধীনস্থ ভাওয়ালকুড়ি বিওপির দায়িত্বপূর্ণ এলাকার সীমান্ত হতে গত ৭ মে ২০২৫ তারিখ আনুমানিক ৬ ঘটিকায় প্রায় ৩ কি. মি. বাংলাদেশের অভ্যন্তরে চরভূরুঙ্গামারী ইউনিয়নের নতুনহাট বাজার হতে ১৪ জন বাস্তুচ্যুত মায়ানমার (FDMN) নাগরিককে  বিজিবি কর্তৃক আটক করা হয়। 

প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা জানায়, দালালের মাধ্যমে ভালো কাজের আশ্বাসের ভিত্তিতে আটককৃত নাগরিকগণ কুড়িগ্রাম জেলায় আগমন করে। তারা কক্সবাজার জেলায় উখিয়ার কুতুপালং ক্যাম্পে আশ্রয়নরত ছিল। এদের মধ্যে ৮ জন নারী এবং শিশু রয়েছে। এরা সবাই রোহিঙ্গা। 

আরএস