ইসলামী ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতির জানাজা অনুষ্ঠিত

চরফ্যাশন (ভোলা) প্রতিনিধি  প্রকাশিত: মে ১২, ২০২৫, ০৩:১২ পিএম
ইসলামী ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতির জানাজা অনুষ্ঠিত

ভোলার চরফ্যাশনের কৃতীসন্তান, সুস্থ সংস্কৃতির অন্যতম পথিকৃৎ, শিক্ষাবিদ, সাহিত্যিক, বুদ্ধিজীবী এবং বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি ড. আবু জাফর মুহাম্মদ ওবায়দুল্লাহর দ্বিতীয় জানাজা রোববার রাত ১০টায় চরফ্যাশন কেন্দ্রীয় ঈদগাহ মাঠে অনুষ্ঠিত হয়েছে। জানাজায় হাজারো মানুষ অংশগ্রহণ করেন।

জানাজার পূর্বে বক্তৃতায় জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নেতারা বলেন, ড. ওবায়দুল্লাহর ত্যাগ ও অবদান ইসলামী আন্দোলনের কর্মীদের জন্য অনন্য উদাহরণ হয়ে থাকবে। ইসলামি আদর্শ প্রতিষ্ঠার লক্ষ্যে তিনি চাকরি হারিয়েছেন, একাধিকবার জেল, নির্যাতন ও জুলুমের শিকার হয়েছেন। মৃত্যুর আগ পর্যন্ত তিনি মেধা, শ্রম ও মননশীলতা দিয়ে ইসলামী আন্দোলনে সক্রিয় ভূমিকা রেখে গেছেন। তাঁর মৃত্যুতে দেশের বুদ্ধিবৃত্তিক ও ইসলামী অঙ্গনে অপূরণীয় শূন্যতা সৃষ্টি হয়েছে।

জানাজায় উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নায়েবে আমীর অধ্যাপক মুজিবুর রহমান, কেন্দ্রীয় নায়েবে আমীর আ.ন.ম শামসুল ইসলাম, কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি অ্যাডভোকেট মোয়াজ্জেম হোসেন হেলাল, চট্টগ্রাম মহানগর জামায়াতের আমীর শাহজাহান চৌধুরী, কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ড. শফিকুল ইসলাম মাসুদ ও ড. মো. রেজাউল করিম, বিডিপির সাধারণ সম্পাদক নিজামুল হক নাঈম, ভোলা জেলা জামায়াতের আমীর মাস্টার জাকির হোসেন ও সেক্রেটারি কাজী হারুনুর রশীদ।

এছাড়াও উপস্থিত ছিলেন ভোলা-২ আসনের জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী মাওলানা ফজলুল করিম, ভোলা-৪ আসনের প্রার্থী অধ্যক্ষ মাওলানা মোস্তফা কামাল, চরফ্যাশন উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মোতাহার হোসেন আলমগীর মালতিয়া, উপজেলা জামায়াতের আমীর অধ্যক্ষ মীর শরীফ হুসাইন ও সেক্রেটারি মাওলানা আবুল কাশেম। চরফ্যাশন উপজেলা বিএনপি ও বিভিন্ন রাজনৈতিক দলের নেতারাও জানাজায় অংশ নেন।

এদিকে তাঁর মৃত্যুতে শোক প্রকাশ করেছেন ভোলা-৪ (চরফ্যাশন-মনপুরা) আসনের সাবেক সংসদ সদস্য নাজিম উদ্দিন আলম এবং কেন্দ্রীয় যুবদলের সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নয়ন।

ইএইচ