তারুণ্যের উৎসবে কুড়িগ্রামে ফুটবল প্রশিক্ষণের সমাপনী ও সনদ বিতরণ

কুড়িগ্রাম প্রতিনিধি প্রকাশিত: মে ১২, ২০২৫, ০৭:০১ পিএম
তারুণ্যের উৎসবে কুড়িগ্রামে ফুটবল প্রশিক্ষণের সমাপনী ও সনদ বিতরণ

যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের আওতাধীন ক্রীড়া পরিদপ্তরের বার্ষিক কর্মসূচি ২০২৪-২৫ এর আওতায় তারুণ্যের উৎসব উপলক্ষ্যে কুড়িগ্রামে ফুটবল প্রশিক্ষণের সমাপনী ও সনদপত্র বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১২ মে) বিকাল ৪টায় কুড়িগ্রাম জেলা ক্রীড়া অফিসের আয়োজনে জেলা প্রশাসক কার্যালয়ের হলরুমে এ সমাপনী ও সনদপত্র বিতরণ করা হয়।
এ সময় ১৫ দিনব্যাপী প্রশিক্ষণের ২৫ জন বালক এবং ১৫ জন বালিকা প্রশিক্ষণার্থীর মাঝে এ সনদপত্র ও পুরস্কার বিতরণ করা হয়।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) উত্তম কুমার রায়।

অনুষ্ঠানে কুড়িগ্রাম জেলা ক্রীড়া অফিসার মো. আকরাম হোসেনের সভাপতিত্বে বক্তব্য রাখেন ক্রীড়া সংগঠক জালাল হোসেন লাইজু, প্রশিক্ষক রেজাউল করিম রাজু, আলিফুজ্জামান, আইভি আক্তার আমেনা প্রমুখ।

উল্লেখ্য, প্রশিক্ষণটি ২৭ এপ্রিল থেকে ১২মে পর্যন্ত ১৫ দিনব্যাপী ফুটবল প্রশিক্ষণে জেলার বিভিন্ন বয়সের ২৫ জন বালক ও ১৫ বালিকাদের প্রশিক্ষণ প্রদান করা হয়।

আরএস