পরিত্যক্ত মাগুরা টেক্সটাইল মিলে মেডিকেল কলেজ স্থাপনের দাবিতে মানববন্ধন

মাগুরা প্রতিনিধি: প্রকাশিত: মে ১৩, ২০২৫, ১১:৩৪ এএম
পরিত্যক্ত মাগুরা টেক্সটাইল মিলে মেডিকেল কলেজ স্থাপনের দাবিতে মানববন্ধন

পরিত্যক্ত মাগুরা টেক্সটাইল মিল প্রাঙ্গণে একটি পূর্ণাঙ্গ সরকারি মেডিকেল কলেজ স্থাপনের দাবিতে মাগুরার ভায়না, ভিটাসাইর, শিমুলিয়া, রায়গ্রাম ও সীতারামপুর এলাকার সর্বস্তরের জনগণের অংশগ্রহণে আজ এক মানববন্ধন ও গণস্বাক্ষর কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

সকাল ১০টা থেকে দুপুর ১১টা পর্যন্ত ঘণ্টাব্যাপী এই মানববন্ধনে স্থানীয় বাসিন্দারা ব্যানার, ফেস্টুন ও প্ল্যাকার্ড নিয়ে অংশ নেন। কর্মসূচিতে বক্তারা বলেন, “দীর্ঘদিন ধরে পরিত্যক্ত অবস্থায় পড়ে থাকা মাগুরা টেক্সটাইল মিল সরকারি মালিকানাধীন একটি গুরুত্বপূর্ণ সম্পদ। একে ব্যবহার করে মেডিকেল কলেজ স্থাপন করা গেলে স্বাস্থ্যখাতের উন্নয়নের পাশাপাশি জেলার শিক্ষার্থীদের জন্য উচ্চশিক্ষার সুযোগ তৈরি হবে।”

তারা আরও বলেন, “মাগুরা জেলার জনগণ দীর্ঘদিন ধরে একটি সরকারি মেডিকেল কলেজের প্রত্যাশা করে আসছে। এই দাবি বাস্তবায়নে সরকারকে অবিলম্বে উদ্যোগ নিতে হবে।”

মানববন্ধন শেষে অংশগ্রহণকারীরা গণস্বাক্ষর কর্মসূচিতে স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন এবং দাবি বাস্তবায়নে জেলা প্রশাসকের মাধ্যমে প্রধান উপদেষ্টা বরাবর স্মারকলিপি প্রদান করার ঘোষণা দেন।

এই দাবিকে কেন্দ্র করে জেলার সাধারণ মানুষের মধ্যে ব্যাপক সাড়া পড়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যমেও ইতোমধ্যে এই বিষয়ে ব্যাপক আলোচনা শুরু হয়েছে।

উল্লেখ্য, মাগুরা টেক্সটাইল মিল বহু বছর ধরে পরিত্যক্ত অবস্থায় পড়ে রয়েছে, যার বিপুল পরিমাণ জমি ও অবকাঠামো স্বাস্থ্য শিক্ষার কাজে ব্যবহার করার জন্য উপযুক্ত বলে মনে করছেন বিশেষজ্ঞরাও।

বিআরইউ