বাঘাইছড়িতে বিজিবির খাদ্যশস্য বিতরণ

ইব্রাহীম, বাঘাইছড়ি প্রকাশিত: মে ১৩, ২০২৫, ০৬:১৭ পিএম
বাঘাইছড়িতে বিজিবির খাদ্যশস্য বিতরণ

পার্বত্য রাঙামাটির বাঘাইছড়িতে মানবিক সহায়তার অংশ হিসেবে ২,৫০০ পরিবারের মাঝে ৫০ মেট্রিক টন খাদ্যশস্য বিতরণ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

স্বরাষ্ট্র, কৃষি এবং পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের যৌথ উদ্যোগে আয়োজিত এ কার্যক্রম পরিচালনা করছে বিজিবির বাঘাইহাট ব্যাটালিয়ন (৫৪ বিজিবি) এবং মারিশ্যা ব্যাটালিয়ন (২৭ বিজিবি)।

মঙ্গলবার থেকে শুরু হওয়া দুইদিনব্যাপী এই বিতরণ কর্মসূচির প্রথম দিনে বাঘাইছড়ি উপজেলার ৭টি স্থানে খাদ্যশস্য বিতরণ করা হয়—বাঘাইহাট ব্যাটালিয়ন সদর, মাচালং বাজার, মারিশ্যা, রূপকারি, খেদারমারা, আমতলি ও সরোয়ারতলী ইউনিয়ন পরিষদ চত্বরে।

বাঘাইহাট ব্যাটালিয়ন সদরে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে খাদ্যশস্য বিতরণ করেন চট্টগ্রাম রিজিয়ন সদর দপ্তরের রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল আবুল হাসনাৎ মো. শাহরিয়ার ইকবাল। 

একইদিনে মাচালং বাজার এলাকায় খাদ্য বিতরণ করেন বিজিবি খাগড়াছড়ি সেক্টরের সেক্টর কমান্ডার কর্নেল মো. আব্দুল মোত্তাকিম।

এ সময় আরও উপস্থিত ছিলেন- বাঘাইহাট ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মো. মহিউদ্দিন ফারুকী ও মারিশ্যা ব্যাটালিয়নের ভারপ্রাপ্ত অধিনায়ক মেজর নোমান আল ফারুক।

বিতরণ শেষে ব্রিগেডিয়ার জেনারেল আবুল হাসনাৎ মো. শাহরিয়ার ইকবাল বলেন, “সীমান্ত রক্ষার পাশাপাশি বিজিবি সবসময় পার্বত্য অঞ্চলের প্রান্তিক জনগণের পাশে থেকে সামাজিক কল্যাণমূলক কার্যক্রম পরিচালনা করে আসছে। এ ধরনের উদ্যোগ পার্বত্য অঞ্চলে শান্তি, সম্প্রীতি ও পারস্পরিক সহাবস্থানের বন্ধনকে আরও দৃঢ় করবে।”

উল্লেখ্য, আগামীকাল বুধবার বাকি চারটি স্থানে খাদ্যশস্য বিতরণ কার্যক্রম সম্পন্ন হবে বলে জানিয়েছে বিজিবি।

ইএইচ