পাথরকাণ্ড

লুণ্ঠিত ৫ লাখ পাথর উদ্ধার, দেড় হাজার অজ্ঞাত আসামি

সিলেট প্রতিনিধি প্রকাশিত: আগস্ট ২০, ২০২৫, ০৯:৫৬ এএম
লুণ্ঠিত ৫ লাখ পাথর উদ্ধার, দেড় হাজার অজ্ঞাত আসামি

পাথরকাণ্ডে আলোচনার শীর্ষে থাকা সিলেটের ভোলাগঞ্জের সাদাপাথর লুটের ঘটনায় এখন পর্যন্ত প্রায় ৫ লাখ ঘনফুট পাথর উদ্ধার করেছে যৌথ বাহিনী। লুটের সাথে জড়িত থাকার অভিযোগে ইতোমধ্যে আটক করা হয়েছে ছয়জনকে। 

মঙ্গলবার কোম্পানীগঞ্জ উপজেলার উৎমাছড়া থেকে ২ লাখ ঘনফুট পাথর জব্দ করেছ বিজিবি ৪৮ ব্যাটালিয়ন। আদর্শপাড়া গ্রামের বিভিন্ন স্থান থেকে এসব পাথর জব্দ করা হয়।

পাথর লুট ও অবৈধভাবে উত্তোলনের ঘটনায় মামলা হয়েছে ২টি। এই দুই মামলায় আসামি করা হয়েছে প্রায় দেড় হাজারেরও বেশি মানুষকে। কিন্তু আসামীর সবই অজ্ঞাত। 

জানা গেছে, সিলেটের কোম্পানীগঞ্জের ভোলাগঞ্জ এবং গোয়াইনঘাটের জাফলংসহ বিভিন্ন স্থানে প্রকাশ্যে পাথর লুটপাট চলে আসছে। সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে ভিডিও ছড়িয়ে পড়ার পর সারাদেশে তোলপাড় সৃষ্টি হয়। নড়েচড়ে বসে প্রশাসন। এরপর শুরু হয় যৌথ বাহিনীর অভিযান। হাইকোর্টে রিট হয়। লুটেরাদের তালিকাও চান আদালত। এমন পরিস্থিতিতে গত কয়েকদিন ধরে বিভিন্ন স্থানে অভিযান চালানো হচ্ছে। এসব অভিযানে জব্দ করা হয়েছে কয়েক লাখ ঘনফুট পাথর।

অপরদিকে, সিলেটের প্রশাসনে বিরাজ করছে টালমাটাল অবস্থা। বদলি হয়েছেন সিলেটের ডিসি ও কোম্পানীগঞ্জের ইউএনও। এরমধ্যে আবার ইউএনও বদলির আদেশেও ঘটেছে রদবদল। সবমিলিয়ে গোটা সিলেট পাথর লুটকান্ডে এখন তোলপাড়।

ঘটনার তদন্তে গত ১২ আগস্ট জেলা প্রশাসনের পক্ষ থেকে তিন সদস্যের একটি কমিটি গঠন করা হয়। তিন কর্মদিবসের মধ্যে প্রতিবেদন দেওয়ার কথা থাকলেও তা সম্ভব হয়নি। কমিটির আবেদনের প্রেক্ষিতে আরও তিনদিন সময় বাড়ানো হয়েছি। বুধবার তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার কথা রয়েছে।

জেএইচআর