খাগড়াছড়ি জেলা স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) আয়োজনে উপজেলা প্রকৌশলী ও ঠিকাদারদের অংশগ্রহণে কন্ট্রাক্ট ম্যানেজমেন্ট ও মাসিক পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার সকাল ১০টায় খাগড়াছড়ি এলজিইডি কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন খাগড়াছড়ি জেলা এলজিইডির নির্বাহী প্রকৌশলী তৃপ্তি শংকর চাকমা।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পার্বত্য চট্টগ্রাম পল্লী অবকাঠামো উন্নয়ন প্রকল্পের প্রকল্প পরিচালক মো. জাকির হোসেন।
প্রধান অতিথি মো. জাকির হোসেন বলেন, “পার্বত্য চট্টগ্রামে এলজিইডি বাস্তবায়িত চলমান প্রকল্পগুলো চুক্তি অনুযায়ী গুণগত মান বজায় রেখে নির্ধারিত সময়ের মধ্যে সম্পন্ন করতে হবে।” তিনি ঠিকাদারদের সময়মতো কাজ সম্পন্ন করার নির্দেশনা দেন এবং চলমান প্রকল্পগুলোতে উদ্ভূত বিভিন্ন সমস্যা দ্রুত সমাধানের আশ্বাস প্রদান করেন।
সভায় চলমান প্রকল্প সংশ্লিষ্ট বিভিন্ন সমস্যা ও বাস্তবতার আলোকে মতামত দেন উপস্থিত ঠিকাদারবৃন্দ।
এ সময় আরও উপস্থিত ছিলেন খাগড়াছড়ি জেলা এলজিইডির সিনিয়র সহকারী প্রকৌশলী মো. বেলাল হোসেন, সদর উপজেলা প্রকৌশলী রাজু আহম্মেদ, মহালছড়ি উপজেলা প্রকৌশলী আনছারি, দীঘিনালা উপজেলা প্রকৌশলী মো. ফজলুল হক, ঠিকাদার আ. রব রাজা, মো. মফিজুল ইসলাম, কমল বিকাশ ত্রিপুরা, মো. শাহ জালাল কাজল, মো. বিল্লাল হোসেনসহ উপ-সহকারী প্রকৌশলী ও অন্যান্য কর্মকর্তারা।
ইএইচ