সাম্য হত্যার প্রতিবাদে বরিশালে ছাত্রদলের অবস্থান

বরিশাল ব্যুরো প্রকাশিত: মে ১৫, ২০২৫, ০৪:৪৯ পিএম
সাম্য হত্যার প্রতিবাদে বরিশালে ছাত্রদলের অবস্থান

ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও ছাত্রদল নেতা শাহরিয়ার আলম সাম্য হত্যার প্রতিবাদ এবং বিচারের দাবিতে বরিশালের ব্রজমোহন কলেজে অবস্থান কর্মসূচি পালন করেছে ছাত্রদল।

বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টায় কলেজের সামনে সড়কে এ কর্মসূচি পালন করা হয়। 

অবস্থান কর্মসূচির পাশাপাশি অংশগ্রহণকারীরা মানববন্ধন করেন এবং কালো ব্যাজ ধারণ করেন।

সমাবেশে বক্তারা বলেন, "ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো একটি শিক্ষাপ্রতিষ্ঠানে ছাত্রদল নেতাকে প্রকাশ্যে হত্যা মেনে নেওয়া যায় না। এ ঘটনা স্পষ্টভাবে প্রমাণ করে—বর্তমান সরকারের অধীনে আইনশৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি হয়েছে।"

বক্তারা আরও বলেন, "আমরা সরকারকে হুঁশিয়ারি দিয়ে বলতে চাই, অবিলম্বে সাম্য হত্যাকারীদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। একইসঙ্গে দেশজুড়ে চলমান রাজনৈতিক হত্যাকাণ্ড বন্ধ করতে হবে। অন্যথায় ছাত্রদল বৃহত্তর আন্দোলনে যেতে বাধ্য হবে।"

কর্মসূচিতে নেতৃত্ব দেন ব্রজমোহন কলেজ ছাত্রদলের আহ্বায়ক বাবর খালেদ।

ইএইচ