মধ্যনগরে চোরাই গরুসহ দুই কিশোর আটক

মধ্যনগর (সুনামগঞ্জ) প্রতিনিধি প্রকাশিত: মে ১৬, ২০২৫, ০৫:২৮ পিএম
মধ্যনগরে চোরাই গরুসহ দুই কিশোর আটক

সুনামগঞ্জের মধ্যনগর উপজেলায় চুরি হওয়া দুটি গরুসহ দুই কিশোরকে আটক করেছে পুলিশ। 

বৃহস্পতিবার মধ্যনগর সদর ভবনের সামনে ব্রিজের কাছে অভিযান চালিয়ে আনুমানিক ৯০ হাজার টাকা মূল্যের চোরাই গরু দুটি উদ্ধার করা হয়।

আটককৃত কিশোররা হলো—মো. এনামুল মিয়া (১৭) ও মো. আরাফাত হোসেন ওরফে মুক্ত হাসান (১৭)।

গরুর প্রকৃত মালিক ইসলাম উদ্দিন উপজেলার চামরদানী ইউনিয়নের শাজদাপুর গ্রামের বাসিন্দা। তিনি থানায় লিখিত অভিযোগ দায়ের করলে পুলিশ দ্রুত ব্যবস্থা নেয়।

মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই আসাদুল ইসলাম জানান, আটককৃত দুই কিশোরকে ‘আইনের সঙ্গে সংঘাতে জড়িত শিশু’ হিসেবে গণ্য করে আদালতে সোপর্দ করা হয়েছে।

মধ্যনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. সজীব রহমান বিষয়টি নিশ্চিত করে জানান, চুরির ঘটনা গুরুত্ব সহকারে তদন্ত করা হচ্ছে এবং এ ঘটনায় আর কেউ জড়িত আছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে।

ইএইচ