ঘাটাইলে গণিত অলিম্পিয়াড ও বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের পুরস্কার-সনদ বিতরণ

ঘাটাইল (টাঙ্গাইল) প্রতিনিধি প্রকাশিত: মে ১৭, ২০২৫, ০২:৪৮ পিএম
ঘাটাইলে গণিত অলিম্পিয়াড ও বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের পুরস্কার-সনদ বিতরণ

টাঙ্গাইলের ঘাটাইলে গণিত অলিম্পিয়াড ও শিশুবৃত্তি পরীক্ষায় বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের মাঝে পুরস্কার ও সনদ বিতরণ করা হয়েছে।

শনিবার সকালে ঘাটাইল কিন্ডার গার্টেন অ্যাসোসিয়েশনের আয়োজনে উপজেলা পরিষদ অডিটোরিয়াম কাম কমিউনিটি সেন্টারে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঘাটাইল উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু সাঈদ। 

ঘাটাইল কিন্ডার গার্টেন অ্যাসোসিয়েশনের সভাপতি এস. এম. আব্দুল লতিফের সভাপতিত্বে অনুষ্ঠানে উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন জাসা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক লায়ন ডা. এম. এ সাত্তার।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. শফিকুল ইসলাম, অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মোহাম্মদ নুরুজ্জামান, বৃত্তি কমিটির সহ-সভাপতি মেহেদী হাসান খান, সদস্য নিলুফা ইয়াসমিন ও দপ্তর সম্পাদক মো. হেলাল উদ্দিন।

অনুষ্ঠান সঞ্চালনা করেন ঘাটাইল কিন্ডার গার্টেন অ্যাসোসিয়েশনের বৃত্তি পরিচালনা কমিটির আহ্বায়ক ও সিনিয়র সাংবাদিক মো. সাজ্জাদুর রহমান।

ইএইচ