যশোরে জমে উঠেছে নার্সদের নির্বাচন, ৬ পদে ১১ প্রার্থী

এম এ রহমান, যশোর প্রকাশিত: মে ১৮, ২০২৫, ০৫:২২ পিএম
যশোরে জমে উঠেছে নার্সদের নির্বাচন, ৬ পদে ১১ প্রার্থী

বাংলাদেশ নার্সেস অ্যাসোসিয়েশন (বিএনএ) যশোর জেলা শাখার নির্বাচন ঘিরে জমে উঠেছে ভোটের লড়াই। দুইটি প্যানেলে ভাগ হয়ে ৬টি পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন মোট ১১ জন প্রার্থী। কোষাধ্যক্ষ পদে প্রতিদ্বন্দ্বী না থাকায় উভয় প্যানেলেই রয়েছে হাসিয়া খাতুনের নাম।

ভোটযুদ্ধে নেমে প্রার্থীরা জোরালোভাবে চালিয়ে যাচ্ছেন প্রচার-প্রচারণা। সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে অনেকেই দোয়া ও সমর্থন চেয়ে পোস্ট করছেন। দীর্ঘদিন পর ভোটের মাধ্যমে কমিটি গঠনের উদ্যোগে ভোটারদের মাঝে দেখা গেছে ব্যাপক উৎসাহ ও উদ্দীপনা। 

ভোটারদের ভাষ্য, তারা এমন প্রার্থীকে নির্বাচিত করতে চান, যিনি নার্সদের অধিকার আদায়ে সোচ্চার ভূমিকা রাখবেন।

জানা গেছে, আগামী ৩১ মে যশোর জেলা শাখার নির্বাচন অনুষ্ঠিত হবে। ওইদিন সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত নার্সিং কলেজ কেন্দ্রে ২২৯ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। 

নির্বাচন পরিচালনার দায়িত্বে থাকবেন প্রিজাইডিং অফিসার হিসেবে হাসপাতালের উপসেবা তত্ত্বাবধায়ক মরিয়ম খাতুন। সহকারী প্রিজাইডিং অফিসার হিসেবে থাকবেন নার্সিং ইনস্ট্রাক্টর আরজিনা খাতুন এবং পাবলিক হেলথ নার্স শাহিনা আক্তার।

শাহানাজ পারভীন তারা বলেন, “চাকরি জীবনের শেষ পর্যায়ে সহকর্মীদের পাশে থেকে সেবা করার মানসিকতা থেকেই আমি নির্বাচনে অংশ নিয়েছি। ভোটাররা সমর্থন দিলে সুবিধাবঞ্চিত নার্সদের পক্ষে কাজ করব।”

নাসরিন আক্তার পলি জানান, “ভোটাররা যদি তরুণ, মেধাবী ও পরিশ্রমী নেতৃত্ব চান, তাহলে আমি তাদের পাশে থাকব। অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়াব।”

শাহিদা খাতুন বলেন, “নার্সরা দীর্ঘদিন ধরে নানা বৈষম্যের শিকার। আমি নির্বাচিত হলে তাদের অধিকার আদায়ে সোচ্চার থাকব এবং নার্সিং পেশার মানোন্নয়নে কাজ করব।”

মোফাজ্জেল হোসেন বলেন, “আমি দীর্ঘদিন ধরে নার্সিং অ্যাসোসিয়েশনের নেতৃত্ব দিয়ে এসেছি। নার্সদের স্বার্থে কাজ করেছি। এবারও তরুণ নেতৃত্বের অংশ হিসেবে নার্সরা আমাকে ভোট দিয়ে বিজয়ী করবেন বলে আমি আশাবাদী।”

ইএইচ