বিএনপি কেন্দ্রীয় কমিটির সদস্য ও পিরোজপুর জেলা বিএনপির আহ্বায়ক অধ্যক্ষ আলমগীর হোসেন বলেছেন, “৩১ দফার আলোকে ঐক্যমতের ভিত্তিতে জাতীয় সরকার গঠন করাই বিএনপির মূল টার্গেট।”
তিনি বলেন, “বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া দেশে একদলীয় শাসন থেকে বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা করেছিলেন। তারই ধারাবাহিকতায় রাষ্ট্র সংস্কারের লক্ষ্যে বিএনপি ৩১ দফা প্রস্তাবের আলোকে সংস্কার প্রক্রিয়া গ্রহণ করেছে। এ নিয়ে এখন দলের অভ্যন্তরে কাজ চলছে।”
রোববার পিরোজপুরের কাউখালী উপজেলার জোলাগাতি মাধ্যমিক বিদ্যালয় মাঠে শিয়ালকাঠি ইউনিয়ন বিএনপির ওয়ার্ড সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি আরও বলেন, “দীর্ঘদিন জনগণ ভোট দিতে পারেনি। তাই আগামী নির্বাচনের জন্য প্রস্তুতি নেওয়া হচ্ছে। বিএনপি ও অঙ্গসংগঠনগুলোকে আরও গতিশীল ও শক্তিশালী করতে ওয়ার্ড পর্যায়ে তৃণমূল নেতাকর্মীদের প্রত্যক্ষ ব্যালটের মাধ্যমে নেতা নির্বাচন করা হচ্ছে। ইউনিয়ন, থানা ও জেলা পর্যায়েও একইভাবে ভোটগ্রহণ হবে। এতে ত্যাগী নেতাকর্মীদের যথাযথ মূল্যায়ন করে যোগ্য নেতৃত্ব নিশ্চিত করা সম্ভব হবে। সবাইকে ঐক্যবদ্ধ থেকে সংগঠনকে সুসংগঠিত করতে হবে।”
সম্মেলনে আরও উপস্থিত ছিলেন জেলা বিএনপির সদস্য সচিব গাজী ওয়াহিদুজ্জামান লাভলু, সিনিয়র যুগ্ম আহ্বায়ক শেখ রিয়াজ উদ্দিন রানা, কাউখালী উপজেলা বিএনপির আহ্বায়ক এস.এস আহসান কবির, সদস্য সচিব এইচ.এম দ্বীন মোহাম্মদসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।
ইএইচ