জয়পুরহাটে ৪৬তম জাতীয় বিজ্ঞান মেলার সমাপনী ও পুরস্কার বিতরণ

আলী হাসান, জয়পুরহাট প্রকাশিত: মে ১৯, ২০২৫, ০৫:৪৬ পিএম
জয়পুরহাটে ৪৬তম জাতীয় বিজ্ঞান মেলার সমাপনী ও পুরস্কার বিতরণ

“জ্ঞান-বিজ্ঞানে করবো জয়, সেরা হবে বিশ্বময়” এই প্রতিপাদ্য নিয়ে জয়পুরহাটে অনুষ্ঠিত হলো ৪৬তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ, বিজ্ঞান মেলা, ৯ম বিজ্ঞান অলিম্পিয়াড এবং ৯ম বিজ্ঞানভিত্তিক কুইজ প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান।

রোববার বিকেলে সদর উপজেলা পরিষদ মিলনায়তনে জেলা প্রশাসনের আয়োজনে এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের পৃষ্ঠপোষকতায় এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মোহাইমেনা শারমীন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পুরস্কার বিতরণ করেন জয়পুরহাটের জেলা প্রশাসক (যুগ্ম সচিব) আফরোজা আখতার চৌধুরী।

জেলা প্রশাসনের সহকারী কমিশনার আয়েশা সিদ্দিকা তাওহীদের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন অতিরিক্ত জেলা প্রশাসক বিপুল কুমার, অতিরিক্ত পুলিশ সুপার জিন্নাহ আল মামুন, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা রাশেদুল ইসলাম, জেলা বিএনপির আহ্বায়ক গোলজার হোসেন, সহকারী কমিশনার (ভূমি) রাজীব কুমার বিশ্বাস এবং জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আব্দুর রউফ, মাহবুবুল হক, তানভীর উল আলম প্রমুখ।

অনুষ্ঠান শেষে জেলা প্রশাসক বিজ্ঞান মেলায় অংশগ্রহণকারী বিভিন্ন স্টল পরিদর্শন করেন এবং গবেষণাভিত্তিক প্রজেক্টগুলো ঘুরে দেখেন। এবারের মেলায় জেলার ৫টি উপজেলা থেকে মোট ৩৫টি স্টল অংশগ্রহণ করে।

ইএইচ