ট্রেনে ইয়াবা পাচারের সময় দুই নারী আটক

মো. সাইফুল ইসলাম, আখাউড়া (ব্রাহ্মণবাড়িয়া) প্রকাশিত: মে ১৯, ২০২৫, ০৬:৩২ পিএম
ট্রেনে ইয়াবা পাচারের সময় দুই নারী আটক

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া রেলওয়ে থানা এলাকার পুলিশ পৃথক দুটি অভিযান পরিচালনা করে সোয়া দুই লাখ টাকার ইয়াবাসহ দুই নারী মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে। 

সোমবার (১৯ মে ) দুপুরে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেন আখাউড়া রেলওয়ে সার্কেলের তদারকি কর্মকর্তা মো. এরশাদুর রহমান।

সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়,  দুপুর ১২টা ৪৫ মিনিটের দিকে ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে স্টেশনের ২ নম্বর প্ল্যাটফর্ম সংলগ্ন বৌবাজার প্রবেশপথে অভিযান চালিয়ে ৬০০ পিস ইয়াবাসহ মোসাম্মৎ আকলিমা আক্তার সুখী (২৮) নামে এক নারীকে আটক করা হয়। সে কসবা উপজেলার হাকর (পশ্চিমপাড়া) গ্রামের বাসিন্দা।

একই স্থানে অপর অভিযানে ১৫০ পিস ইয়াবাসহ, পলি মোসাম্মৎ (৩০) কে গ্রেফতার করে পুলিশ। সে কসবা উপজেলার শাহপুর গ্রামের বাসিন্দা হলেও বর্তমানে ব্রাহ্মণবাড়িয়ার ভাদুঘর (টিএনটি পাড়া) এলাকায় বসবাস করছেন।

রেলওয়ে পুলিশ জানায়, উদ্ধার হওয়া ৭৫০ পিস ইয়াবার বাজারমূল্য প্রায় ২ লাখ ২৫ হাজার টাকা। এ ঘটনায় আখাউড়া রেলওয়ে থানায় পৃথক দুটি মামলা দায়ের করা হয়েছে। আখাউড়া রেলওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) এস এম শফিকুল ইসলাম জানান, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হয়েছে।

আরএস