বুড়িচংয়ে ৩৬ টাকা দরে বোরো ধান ক্রয় কার্যক্রম শুরু

গাজী জাহাঙ্গীর আলম জাবির, বুড়িচং (কুমিল্লা) প্রকাশিত: মে ১৯, ২০২৫, ০৮:২৯ পিএম
বুড়িচংয়ে ৩৬ টাকা দরে বোরো ধান ক্রয় কার্যক্রম শুরু

সরকারি গুদামে কৃষকের ধান,  বাঁচবে কৃষক বাঁচবে প্রাণ, ধানের দাম পাচ্ছে বেশি, কৃষক এখন অনেক খুশি’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে ৩৬ টাকা কেজি দরে বোরো ধান ক্রয় ও  সংগ্রহ শুরু করেছে  বুড়িচং উপজেলা খাদ্য বিভাগ।

সোমবার (১৯ মে) বেলা ১১টায় উপজেলা খাদ্য বিভাগের আয়োজনে বুড়িচং খাদ্য গুদামে ধান সংগ্রহ কার্যক্রমের শুভ উদ্বোধন করেন বুড়িচং উপজেলা নির্বাহী অফিসার ও উপজেলা সংগ্রহ ও মনিটরিং কমিটির সভাপতি তানভীর হোসেন।

উপজেলা খাদ্য কর্মকর্তা হারুনুর রশিদ জানায়, বুড়িচং উপজেলার প্রকৃত কৃষকদের কাছ থেকে এ বছর ৩৬ টাকা কেজি ও ১৪৪০ টাকা মন দরে প্রতিজন কৃষকের নিকট থেকে সর্বোচ্চ ৩ টন ধান সংগ্রহ করবে উপজেলা খাদ্য বিভাগ। এ বছর বুড়িচং উপজেলায় ধান সংগ্রহের লক্ষ্যমাত্রা ৬৩৯ মেট্রিক টন।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সোনিয়া হক, সরকারি খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা খাদিজা আক্তার, বুড়িচং প্রেসক্লাবের সভাপতি কাজী খোরশেদ আলম, উপজেলা সংগ্রহ ও মনিটরিং কমিটির সদস্যবৃন্দ, বুড়িচং উপজেলার বিভিন্ন ইউনিয়ন হতে আসা কৃষকগণ।

এ বছর কৃষকের অ্যাপ ও উপজেলা কৃষি অফিসের নিবন্ধিত কৃষক তালিকার কৃষকদের থেকে আগে আসলে আগে বিক্রয় করতে পারবেন ভিত্তিতে ধান সংগ্রহ করা হচ্ছে এবং ধানের মূল্য সরাসরি কৃষকের নিজস্ব ব্যাংক অ্যাকাউন্টের মাধ্যমে পরিশোধ করা হবে বলে জানিয়েছেন উপজেলা খাদ্য কর্মকর্তা। তিনি আরো জানান,বুড়িচং উপজেলায় শুরু হওয়া ধান সংগ্রহ কার্যক্রম আগামী ৩১ আগস্ট পর্যন্ত চলবে।

আরএস