বাঘাইছড়িতে ভয়াবহ আগুনে পুড়ে ছাই ৩০ দোকান

রাঙামাটি প্রতিনিধি: প্রকাশিত: মে ২১, ২০২৫, ১২:০২ পিএম
বাঘাইছড়িতে ভয়াবহ আগুনে পুড়ে ছাই ৩০ দোকান

রাঙামাটির বাঘাইছড়ি পৌরসভার বৃহত্তর মুসলিম ব্লক বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত ৩০টি দোকান পুড়ে গেছে। আগুনে ক্ষয়ক্ষতির পরিমাণ আনুমানিক দেড় কোটি টাকা বলে দাবি করেছেন ব্যবসায়ীরা।

বুধবার দিবাগত রাত আনুমানিক ১টায় বাজারের আলমগীর নামের এক ব্যবসায়ীর কাপড়ের দোকান থেকে আগুনের সূত্রপাত হয় বলে প্রত্যক্ষদর্শীরা জানান। প্রাথমিকভাবে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকেই আগুন লেগেছে বলে ধারণা করছেন স্থানীয়রা।

বাঘাইছড়ি উপজেলায় ফায়ার স্টেশন না থাকায় আগুন নিয়ন্ত্রণে আনতে হিমশিম খেতে হয়। তবে স্থানীয় ব্যবসায়ী, সাধারণ মানুষ, পুলিশ ও বিজিবি সদস্যরা একসঙ্গে দেড় ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনেন।

আগুনে মুদি, কাপড়, ঔষধ, চায়ের দোকানসহ প্রায় ৩০টির বেশি দোকান সম্পূর্ণ পুড়ে যায়। রাতের নিস্তব্ধতা ভেঙে আগুনের লেলিহান শিখায় পুরো বাজারজুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

খবর পেয়ে বাঘাইছড়ি থানার ওসি এবং বিজিবির ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেন।

ক্ষতিগ্রস্ত দোকানিদের অনেকেই বলেন, “আমাদের চোখের সামনে সব পুড়ে ছাই হয়ে গেল। আমরা এখন সর্বস্ব হারিয়ে পথে বসেছি।”

এদিকে এলাকাবাসী ও ব্যবসায়ীরা ক্ষোভ প্রকাশ করে বলেন, ২০১৮ সালে উপজেলায় ফায়ার স্টেশন নির্মাণের জন্য জমি অধিগ্রহণ করা হলেও সাত বছরেও কাজ শুরু হয়নি। এর ফলে প্রতি বছর অগ্নিকাণ্ডে ব্যাপক ক্ষয়ক্ষতি হচ্ছে। তাঁরা অবিলম্বে ফায়ার স্টেশন স্থাপনের জোর দাবি জানিয়েছেন।

বিআরইউ